কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

শ্রাবণী সিংহ

 

কবিতার কালিমাটি ১১৪


পর্ণমোচী মুহূর্তে

 

(১)

 

ফ্লাডলাইটে ডুবে থাকা মানুষও পূর্ণিমার

চাঁদ দেখতে ভালোবাসে।

গৃহস্থ ঋণ ভুলে যায়

সুখের কল্পনায় অসুখ শব্দটাও

 

ঘরের আলো নিভিয়ে শুক্লা দ্বাদশী রাতের জোৎস্না প্রত্যক্ষ করি

প্রতিবার পূর্ণচাঁদ পূর্ণতার অনুভূতি এনে দেয় ছা-পোষা মনে।

 

(২)

 

কিছু রঙ রঙ হারায়। পর্ণমোচী মুহূর্তে

তবু পাকা লেবুর মত রোদ

জীবন ফের সেজে যায় বৃদ্ধ একতার গল্পে...

 

দ্বন্দ্ব

 

(১)

 

নিত্য ক্ষৌরকর্মের মত গাছেরও

শুকনো ডালপালা ছেঁটে দিতে হয়

 

দ্বন্দ্ব একটা সমাস, শব্দও

মুছে দিলে আবার জুড়ে নেয়

সন্দেহ ও ভয়

 

সব ছেঁটে ছুটে

কলুষমুক্ত মন

রেখে যেতে হয় নির্জন সমারোহের দিকে।

 

ঝরাপাতার স্বপ্নে

 

ইদানিং মনে হয়

সব শেষ হয়ে গেছে অথবা

শুরুই হয়নি কিছু।

 

দুঃখদানি ভরে গেলে

প্রাচীন কোনো বৃক্ষের কাছে গিয়ে বসি নতশির

নৈঃশব্দে যেন চিরহরিৎ ব্যথার আরাধনা হয়

 

পূর্বজন্মের অভাববোধ থেকে ফিরে আসে

ফেরিওয়ালার ডাক-

 

রিক্ত, নিঃস্ব হয়ে গিয়েও

তোমাকে পাই নওয়াল

ঝরাপাতার স্বপ্নে

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন