কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

<<<< সম্পাদকীয় >>>>

 


কালিমাটি অনলাইন / ৯৮


‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের পাঠক-পাঠিকারা অনেকেই জানেন যে, বিগত তেতাল্লিশ বছর ধরে প্রকাশিত হচ্ছে মুদ্রিত ‘কালিমাটি’ পত্রিকা। এবং এই জানুয়ারী মাসেই প্রকাশিত হলো পত্রিকার ১০৮তম সংখ্যা। যাঁদের এ ব্যাপারে সঠিক কিছু জানা নেই, তাঁদের জানাই, ভারতের ঝাড়খন্ড রাজ্যের (আগে বিহার রাজ্য ছিল) শিল্পনগরী জামশেদপুর থেকে ১৯৬৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল প্রথম সংখ্যা। দীর্ঘদিন ত্রৈমাসিক রূপে প্রকাশিত হবার পর কিছুদিন প্রকাশিত হয়েছিল ষাণ্মাসিক রূপে। তারপর ‘কালিমাটি’র একশটি ক্রমিক সংখ্যা  প্রকাশের পর ২০১৫ সাল থেকে বছরে একটি সংখ্যা প্রকাশিত হয়। তবে এখন আর ‘কালিমাটি’ পত্রিকা সাধারণ সংখ্যা রূপে প্রকাশিত হয় না, বরং তার প্রতিটি সংখ্যাই বিশেষ সংখ্যা। কোনো নির্দিষ্ট বিষয় ও ভাবনাকে কেন্দ্র করে সংখ্যাগুলির আত্মপ্রকাশ ঘটে। ইতিমধ্যে বিগত সাত বছরে যে সাতটি বিশেষ  বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশিত হয়েছে, তা যথাক্রমে পরকীয়া সংখ্যা, সমকামিতা ও রূপান্তরকামিতা সংখ্যা, অতিপ্রাকৃত সংখ্যা, মৃত্যুচেতনা সংখ্যা, সৃষ্টি সংখ্যা, ভূত সংখ্যা এবং মহামারী সংখ্যা। আর এ বছর অর্থাৎ ২০২২ সালে প্রকাশিত হলো ভন্ডামি সংখ্যা। সঠিক জানা নেই, এর আগে ভন্ডামি বিষয়কে কেন্দ্র করে বাংলায় কোনো পত্রিকা প্রকাশিত হয়েছিল কিনা! তবে বিষয়টি যে নিতান্তই প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই।

প্রসঙ্গত জানাই, ‘কালিমাটি’র ভন্ডামি সংখ্যাকে সমৃদ্ধ করেছেন বিশিষ্ট গবেষক- প্রাবন্ধিক এবং গল্পকাররা। জীবন ও জগতের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁরা বিষয়টি পর্যালোচনা করেছেন এবং তার ইতিহাস বিশ্লেষণ করেছেন। অনুমান করা যেতে পারে, মানবসভ্যতার সূত্রপাতের সঙ্গে সঙ্গেই সভ্যতার পাশাপাশি অংকুরিত হয়েছিল ভন্ডামির ভাবনা। তারপর সভ্যতা বিকাশের ক্রমধারায় ভন্ডামিরও ক্রমবিকাশ ঘটেছে। এবং আজ এই একবিংশ শতাব্দীর প্রথমার্ধে পৌঁছে একথা বলা সম্ভবত অত্যুক্তি হবে না যে, বর্তমান মানবসভ্যতা এবং মানবজীবনে ভন্ডামি ছড়িয়ে ও জড়িয়ে আছে সংপৃক্তভাবে। ব্যতিক্রমী কিছু মানুষের কথা অবশ্যই শ্রদ্ধায় স্মরণে রাখা আমাদের কর্তব্য, নতুবা প্রায় প্রতিটি মানুষই এই দোষে দুষ্ট। বিশেষত এই দুষ্টতা ক্রিয়াশীল থাকে মানুষের চেতনে, অচেতনে অথবা অবচেতনে। অনেক ক্ষেত্রেই মানুষ ওয়াকিবহালও থাকে না যে, তারা তাদের ব্যক্তি পরিচয়ে, অস্তিত্বে, আচরণে ও ব্যবহারে কীভাবে লালন করে চলেছে ভন্ডামিকে।

এই প্রসঙ্গে আরও জানাই, যাঁরা ‘কালিমাটি’ পত্রিকার এই সংখ্যাটি সংগ্রহ করতে আগ্রহী, তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে যোগাযোগের ঠিকানা উল্লেখ করা হলো।

দুঃসময় চলছে এখন পৃথিবীর। অসুস্থ হয়ে পড়েছে বিশ্ব। জানি না, কবে আমরা আবার সুসময়ে ও সুস্থ জীবনে ফিরে যেতে পারব। শুধু আন্তরিকভাবে আশা করতে পারি, আমরা এই দুর্যোগ ও সংকট একদিন কাটিয়ে উঠবই। 

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

দূরভাষ যোগাযোগ : 9835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন