কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

রোশনি ইসলাম

 

কবিতার কালিমাটি ১১৪


পাশেই আছো

 

সে তো সবসময় পাশেই আছে

পথ পারাপার কিংবা নদীর চরে

শক্তভাবে ধরে হাত

            চলছি তো চলছি

মৌমাছির চাক নিমফুল...

চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ

আত্মহনন করতে নয়

তোমার জাদু-হাতের ছোঁয়ায়

ফিরে পেলাম নতুন জীবন।

 

রং

 

রং-তুলির আঁচড়

ক্যানভাস কল্পনা-শক্তি।

উত্তাল শব্দ

নীল হলুদ সবুজ

গল্প-গল্প খেলায়

সূর্য উজ্জ্বল রঙিন।

সমুদ্র-ঘ্রাণ মেখে

              উড়ছে ঘুড়ি ––

              তরঙ্গ ভাঙছে তীরে

 

এই রাত

 

নীলনদ-এর ধারে ––

ছায়ার শরীরে হাঁটে বাতাস

পিরামিড স্ফিংস

হাতের মধ্যে হাত

এই চাঁদ সাক্ষী

               এই রাত

 

দুরন্ত স্কি

 

গ্রীষ্ম এবং শীতকাল

নানান পরিযায়ী পাখির ডানা

দুরন্ত স্কি অসংখ্য পর্যটক

ইউরোপের মাঠ আল্পস ছড়িয়ে যাচ্ছে...

এই মুহূর্ত ডাইরির পাতায়।

 

স্বপ্নময়

 

সারি সারি পাথরের চাঁই

সাজানো স্বপ্নময় উপত্যকা।

রুটি-মাখন ফলের রস

সকালের আলোয়

ভেসে যায় নৌকা

              অন্তহীন।

 

দেখা হবে

 

দ্রুত হেঁটে চলেছি

নাচের ক্লাস সেরে

মুক্ত আলোয় করমর্দন

আবারও দেখা হবে।  


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন