কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

০৯ নীলাব্জ চক্রবর্তী



তিনটি কবিতা
নীলাব্জ চক্রবর্তী


রাস্তা


ফিকে হয়ে যাচ্ছে রোদ ভাঙার টেক্সচার
ডোরাকাটা ঘুম
একটা কাঠের মেঝের ভেতর
হাওয়াকল বরফকল
গানগুলো
মিছিমিছি
নোটেশন হয়ে পড়ে আছে
আর
ভুলে যাচ্ছি
রাস্তার ফিতরত
ভুলে যাচ্ছি
ফ্ল্যাশব্যাক মানেই সাদাকালো নয়...


উঁচু নিচু কবিতা

ক্লোজ আপ

ফ্রিজের ভেতর        ঢুকে যাচ্ছে
নিরাবেগ একটি খুব শরৎকাল

স্পেশাল এফেক্টস
দুই বাই দুই

উঁচু নিচু কবিতাগুলো
আমাদের গায়ে লাগছে না...

ক্যামেরা

ব্লাশ করছে

ক্যামেরার
ছায়ার ভেতর
সরে      যাচ্ছে
         আরও একটা ছায়ায়
স্থির হয়ে আছে
লোনা হরফগুলোর ব্যবহার
কুড়িয়ে আনছে ফ্রীজ করা শট
আর
আমাদের বাদামী টেকনিকগুলো
একেকটা কথাবলা দেওয়াল হয়ে
এগিয়ে আসছে
ভাগ করে নিচ্ছে
আইহোলের শীতলতা...

1 কমেন্টস্:

  1. ক্রিয়ার বর্তমানতা থেমে গেলে কবিতা অপেক্ষা করে থাকে ফুটবে বলে। আমিও অপেক্ষায় থাকি, নীল।

    উত্তরমুছুন