কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

১৩ উমাপদ কর



ফিরে দেখা উমাপদ কর

যে বাদামগুলো আমাকে ভাঙতে বলা হয়েছিল
              অমতে হয়নি
ওরা করে খাচ্ছে
যে রাস্তাটায় বেশি ভিড় তুমি সেটাতেই যেতে চাও
              পানের পিক আর আর কুকুরের গু মাড়িয়ে যাচ্ছে
                                 খেয়ালও করো না
যখনই ফিরে দেখতে বল
           দেখি তো
স্কী করে এই যে এসে দাঁড়াই
        শুধু যে বরফ ঘাস মোরাম জল
          আর মরুভূমিই, তা নয়
একেকটা সন্ধ্যা একেকটা দীপ
          নিজের হাতেই নিভিয়ে ফেলে          শুধুই দেখতাম...

তাহলে ও কথাই রইল আমদের ফুটবল মাঠটা আমরা চেঞ্জ করব
      কৃষ্ণচূড়া গাছটার নিচে বাদামগুলো নিয়ে  
                       জম্পেশ বসব
কেউ ডাকলে খেয়াল না করে বাদাম মনোযোগী হব...।
         তুমি বল, এবারও বোধহয় হবে না

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন