কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

৩০ সাঁঝবাতি

ইচ্ছেকাটাকুটি ও শূন্যমেলান্তি
সাঁঝবাতি



কর্কট

ক্ষুর থেকে ধার গড়িয়ে এলো, কেমো থেকে কালো
এখন মায়ের চুল দেখলেই মনে পড়ে শীতের কুয়াশা ঢাকা মাঠ

খুঁজে পাচ্ছি না, দূরে কেউ ঘণ্টা বাজাচ্ছে...



সহচর

খুঁজে পাওয়ার জন্যে কোনো মানুষ ছিল না...
আসলে অভিনয়টা চলতে থাকে সারাজীবন

খোঁজগুলো নিজেকেই খোঁজে।



ধর্ষককে

জিভে লালন ছুঁলাম...

এরপর থুথু হয়ে উঠবে


মৃত্যুদন্ডের সমর্থক।



তুহু মম...

আয়ু হেঁটে চলেছে
আরেকটু সময় দরকার

কুয়োর চাঁদে সে নিজেকে আরেকবার খুঁজে দেখবে...



অবৈধ


বিতর্কিত গন্ধ মানেই

গলার আতর...

দাঁতের দাগ হয়ে উঠছে...



প্রাক্তন


কারণ প্রবেশ করতে পারোনি...

শরীর, জন্মদিন
রবীন্দ্রসঙ্গীত...



নাইট্রোসান টেন


ওষুধগুলো আর ঘুমতে যাবে না
তুলসিপাতা অপেক্ষা করছে

চোখের সিন ক্রিয়েট লুকোতে পারা গেল না...




আফসোস


নিজের সামনে দাঁড়ালে পৃথিবী ছোট হয়ে আসে
চুপ শব্দের অনুরনণ ছাড়া--
ফিরে আসার মতো কিছুই পড়ে থাকে না।



মায়া মেমসাব


ছায়ার কাজ অনুসরণ করে যাওয়া
অনুসরণ মায়া হয়ে উঠলে
কৃষ্ণের পায়ে লাগা তীর রাধার অভিশাপে নীল হয়ে যায়...



ল্যাম্প দ্য ন্যুই


ভালোবাসবো...
বলে কেউ মোমআলো জ্বালেনি কখনো
আমাকে জ্বালার মতো যথেষ্ট অন্ধকার কারোর ছিল না...



চেকমেট


ঈশ্বর দাবা খেলছেন...

একটা পা ছুঁয়ে আরেকটা পা আশ্রয় নিচ্ছে...

পায়ে পায়ে হাসি উঠে আসছে মুখে... এখন আমিই ঈশ্বর!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন