কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

২৭ শিমন রায়হান

দুটি কবিতা
শিমন রায়হান



ফ্যালাসিময় রাতদুপুর


আর একটু রোদ জমলেই আঙুলেরা হতো ঈগল
তুমি তো শিকারী মগজে হেঁটে যাওয়া করুণ তীর
মধ্যরাত্রিময় পুঁথির স্বভাবচেরা বিবশ সেমিকোলন

নিরবলম্ব ঝুলছি রাতের হ্যাঙারে
সমুদ্দুরকে আদর করতে থাকা হাত
চুপিসারে পুড়িয়ে দিচ্ছে দূরবীন

থমকে যাওয়া হাসিটা কেমন বোকা ব্যাস আনন্দবৃত্তের
ঢঙ করে মায়া করছি
নাকি পাত্তাই দিচ্ছে না তোমার অসুখ

গারদে থাকলে রাতেও রোদ ওঠে
আর তাকে রাতদুপুর বলা যায় কিনা
এইসব ক্যাচালের ঠোঁটে কিন্নরী আর্তনাদ ফোটে
ফিকে ডানার ফড়িঙ হয়ে জাগে সেপ্টেম্বর

…করমর্দন এড়ানো যতিচিহ্নরা তবু ভেলভেটের দস্তানায়



চন্দ্রাহত কেশর

এখন কুপির আলোতেও জিতে নিতে পারি
বারবার চটি ছিঁড়ে যায়
তাই দেরী হয়ে যায়

ভুলতে ভুলতে পুরোটা উড়িয়ে দেবার জাদুটা তার জানা
আগুনের মেয়েকেও একদিন নায়াগ্রা মনে হয়
তবে কোনো স্তনই এতটা মাঞ্জা মাখতে পারে না যতটা আমার চোখ

অহেতুক ক্রমশ গিলে ফেলছে আমায়
আবারো তুমুল নেশা জমে যাবে
এ বেলা ঘুমে ফাঁকি এ বেলা রোদ উঠছেই

ব্ল্যাক কফির পেয়ালাটারে উড়াল শেখাব আজ রাতে
বিড়ির ধোঁয়ার মতো একরোখা
এই শীতরাত নীল মাফলার

আমরা একা নই জেনে কৌতুক জমেছে ভীষণ
তবে ডাগ-আউটের জ্যোৎস্নায় কিছু মিথ্যেও ছিল হ্রেষা রঙের
…কে না জানে নিভৃত মেঘ বৃষ্টির অভিধানে ফুটো পয়সা

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন