কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

১০ তানিয়া চক্রবর্তী



তিনটি কবিতা
তানিয়া চক্রবর্তী


মাধ্যম
গুরুতর আলো পড়লে তুমি স্পষ্ট হবে
পাতকুয়ার ধার ধরে হাঁটো
                অর্বাচীন হয়ো না---
তুমি উদারায় বাজলে
আমি কর্তব্যরত প্ল্যাংকটন হই
সুরেলা মাছের কান্নায় ছাই লাগে
পিচ্ছিলতায় আমার বিপরীতমুখি
কিছু চূর্ণ লোহায় পুষ্টি মরছে
আজ নয় আবার কাল থেকে
চৌম্বক হবো --- ত্র্যহস্পর্শে রেখো ঠোঁট


দূষণ

দেখছি, দেখার মতো নয়
             দেখছি অস্পষ্ট ছবির ঘাম
কোনো ব্রাত্য কারখানার ধোঁয়া সাপ হয়ে যাচ্ছে
রূপান্তর কী কামুক!
আসলে মেরুদণ্ডের বাইরে তুমি একটা তরল
দেখাটা দেখার মতো নয়
পিরামিডের গায়ে সংখ্যা কমছে
চাঁদ দেখে পিলারের পাশে হয়ে গেছি কার্টুন
কিছু আলো কিছুদূর অবধি তোমাকে দেখায়
তুমি গাঢ় নও বলে ভেঙে যাচ্ছি
ভালোবাসা গন্তব্য বদলায় --- বিশ্বাসে শ্বাসাঘাত
চাঁদের গায়ে গোলকৃমি পৃথিবীকে বলে ভো-কাট্টা
যে সভ্যরা বানাচ্ছে নর্দমা --- তাদের গায়ে আঁচিল
আসলে বিশ্বাসী হলে তুমি সংশ্লেষ হারাবে
গাছের কাছে এসে দ্যাখো, তোমার ডাক নাম দূষণ---

ক্রাচ্‌
দেওয়ালের সাথে গল্প করেছি একা
বস্তির মাটিমাখা মেয়েকে দেখেছি
ড্র্যাগনের মতো ট্যাটুমাফিক ছেলের
অবৈধ হতাশা জুড়ে প্রোফাইল ভেদ
দেওয়ালের কানে কুয়াশা তখন
ট্যাক্সির ট্যাক্স খায় নৈশকালীন নারী
সকালের চা দুপুরের গ্রেভিকে ডাকে গল্পে
ছিন্ন পায়ের শৈশব পৃথিবীর জলের
                     দায় নিয়েছে চোখে
কমার্শিয়াল সকালে জিন্‌স খোঁজে
                      হরমোনাল ভ্যালেন্টাইন
পর্দা ভরা বিব্রত ডকিউমেন্ট্যারি
রবীন্দ্রনাথ তোমাকে বোঝা হয়নি ভালো করে
মেরুদন্ডের শোথে মিথহীন নিরাময় নেই বলে
ছুটির দস্তুর নিয়ে রক্তসুরার দাম দিয়েছি
এক টাকার পিঠে কুঁকড়ে গেছে বাতেলাবাজি
কর্মক্ষম ক্রাচে্‌র সুস্থ পা খোঁড়া হয়ে গেছে


        


2 কমেন্টস্:

  1. আমি কর্তব্যরত প্ল্যাংকটন হই
    সুরেলা মাছের কান্নায় ছাই লাগে
    পিচ্ছিলতায় আমার বিপরীতমুখি
    কিছু চূর্ণ লোহায় পুষ্টি মরছে
    আজ নয় আবার কাল থেকে
    চৌম্বক হবো


    #ভাল লিখেছেন, শুভেচ্ছা আপনাকে তানিয়া চক্রবর্তী, অভিনন্দন আপনাকে। পরের দুটি কবিতায় কিছু ইংরেজি শব্দ বোধহয় পরিবর্তন করে নিতে পারতেন, ভার থাকুন, আনন্দময় হোক ভুবন, এ প্রত্যাশা।

    উত্তরমুছুন