কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

২৯ তাহমিদুর রহমান

দুটি কবিতা
তাহমিদুর রহমান



দৃশ্যত

ট্রান্সক্রিপ্টটা ফটোকপি করতে গিয়ে
জেরক্স মেশিন দিয়ে বের হয়ে এলো একটি কবিতা,
এরপর থেকে অস্থির আমি,
কী হবে? কী হবে?
পাশ-ফেল? পাশ-ফেল?
কবিতাটি মুখে আস্ত পুরে দিয়ে
কাঁপতে লাগলাম দাঁড়িয়ে,
এ সময় বমির সাথে মুখ থেকে বের হয়ে এলো
আস্ত একটা হাতি,
এরপর বুঝলাম চাকরিটা আমার করা হবে না
বরং হাতিটির গোলাম হয়ে রইলাম।



একটি গাছ ইউক্যালিপটাস

এই ভ্রমণকাহিনীটি আমার আগে অনেকেই পড়েছে,
লক্ষ্য করছি,
বারবার একই কাহিনী ফিরে ফিরে আসছে
মানুষ বিভিন্নতায় একক কাহিনী,
আমার হাতে এসে মনে হলো তা পুরনো, জীর্ণ
ফলে ব্যতিক্রমি খোঁজাখুঁজি;
১০১ পৃষ্ঠায় পাওয়া গেল এক ‘ব্যতিক্রম’
নতুন থিউরি, একটি গাছ ইউক্যালিপটাস।
টাইপরাইটার ভাবে, প্রুফরিডার ভাবে,
‘ব্যতিক্রম’ কি কোনো গালি?
টেলিফোন, টেলিফোন, ওহে ব্যতিক্রম;
হায়! এ যেন নাসার মঙ্গল গ্রহে খোঁজা জীব অস্তিত্ব,
গ্রহে গ্রহে স্বতন্ত্র বৈশিষ্ট্য, তবে গালিই ‘ব্যতিক্রম’,
নতুন থিওরি, একটি গাছ ইউক্যালিপটাস।

1 কমেন্টস্:

  1. ১০১ পৃষ্ঠায় পাওয়া গেল এক ‘ব্যতিক্রম’
    নতুন থিউরি, একটি গাছ ইউক্যালিপটাস।
    টাইপরাইটার ভাবে, প্রুফরিডার ভাবে,
    ‘ব্যতিক্রম’ কি কোনো গালি?

    #আসলে ব্যতিক্রমী দারুন একটি লেখা, বিমূর্তভাবের প্রদর্শনী ভাল লেগেছে, দুটি কবিতাই দারুন! সবচেয়ে ভাল লেগেছে দারুন কবি সুপ্রিয় তাহমিদ ভাই (তাহমিদুর রহমান) এর লেখা এ সংখ্যায় দেখে। অভিনন্দন কালিমাটি অনলাইন পত্রিকাটিকে, এর কলাকূশলী সকলকে।

    #ভাল থাকুন সুপ্রিয় কবি, কবিতায় পরিশুদ্ধ হোক সকলের অন্তর, এই প্রত্যাশা।

    উত্তরমুছুন