কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

১৪ অনিন্দ্য ঘোষ

দুটি কবিতা
অনিন্দ্য ঘোষ



অন্ধকারে আগ্নেয়

নক্ষত্রে বিছানো মৃত্যুমাকড়ের লালা। আমাদের স্বপ্নের ওপরে বিছিয়ে দিচ্ছে জালসাম্রাজ্য...

আর আমরা তন্দ্রা ও নিদ্রার মাঝামাঝি... সারেঙের হুইসিল শুনে এসে দাঁড়িয়েছি মৃদু ডেকে। দেখছি এক শীর্ণ কিশোর মৎস্যকন্যার সমাধিতে ছড়িয়ে দিচ্ছে জলের অন্ধকার...

ক্লান্ত চোখ খুঁজে যাচ্ছে বিকল্প আলো, অগম্য অরোরা বোরিয়ালিস ... যে আলোয় শ্বাস নেবে বাতিঘর, আলোক স্তম্ভের ছায়া...

নন্দাঘূর্ণির ওপারে, ফুজির চেয়ে পবিত্র এক আগ্নেয় রঙের প্রপাত...





প্রতিটি পরাজয় গর্ভপাত ও পিলের একটি ইতিহাস আছে

উলঙ্গ উর্দির মতো বসে আছো ধ্যানে সমাসীন। জলপাই গেরিলা লুঠে যাচ্ছে রাষ্ট্রের নির্বাণ ... কৌপীনে ও আলখাল্লায়। শঙ্কিত ছিলে রিকির কিরণেও, ধৃতরাষ্ট্রের মতো অস্বীকার করেছ অননুসঙ্গের লুব্ধক নিন্দা। যখন শেষমেষ বরণ করেছ হৃদয় দুইভাগ... পরাধীন চেতনার রামরাজ্যে হরির দাসত্বও লুঠ। তোমাদের রামরাজ্যে এখন শুধু অন্তিম কোর্ত... আগ্নেয় প্রেম ও প্রতিবাদ ।

আফ্রোদিতির লাশপুঞ্জ পেরিয়ে লজ্জাহীন লজ্জায় গরাদগুলো গাঢ়, নিবিড় ও কোমল। অনিমিখ অরোরা বেরিয়ালিসে স্তন ঊরু যোনি... বিস্ফোরণের প্রত্যাখ্যাত লজ্জাহরণ মন্ত্রের আগুয়াদা আমার্দা দারুচিনি বুকের সুখ। উত্তুঙ্গ কালের ভৈরবী নল বর্শার মতো ইডালকো আব্বে ঈশ্বর! কুকুরীর রাতে রাতে ভাগের বিদ্যাপীঠ...

কাঁচা মেয়েমাংসের বেশ্যালয়ে কড়া স্তনের শিবির ও পান্থনিবাস, অবিশ্বাসের এই পৃথিবী তুমি উপহার দিয়েছিলে তোমারও তো নির্বাণ চাই... সুজাতাই হোক অথবা তন্বী কোনো, সমর্পিত অস্থিমাল্যে বীজে ও নির্বীজে... তুমি এই সংঘর্ষই উপহার দিয়েছিলে... অন্তরমহল... যোনি থেকে যোগ্যান্তরে...

লাভার ওপরে সাঁতারু শৈবাল, মসজিদের নিচে মন্দির ও গর্ভ = গৃহ। 
 
 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন