কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

১১ কাজল সেন

পদাতিক সবাই
কাজল সেন



এই শহরের একটা দিন একটা রাত সারা নলবন জুড়ে
পায়ের পাতায় জল পলিমাটি আর সামুদ্রিক জাহাজ
কেউ কি ভেবেছিল কোনো রণতরীর কথা
শুদ্ধ আবেগে রাগ শুদ্ধকল্যাণ
এভাবেই কখনও কোথাও পথের রাজা রাজপথ
পথের রানী রানীপথ
অশ্বারোহী নেই গজারোহী নেই রথারোহী নেই
পদাতিক সবাই
সব জনপথ জুড়ে

সময়ের বাজী যথা সময়েই
কিস্তিমাৎ
অসময়ের শুধুই অসময়
চৌধুরী বাড়ি আজ অবাক ভুঁইফোর শপিংমল
পাপিয়া বলেছিল দেখা হবে সেই শপিংমলের চারতলায়
হাতে থাকবে ডোরাকাটা সুতির রুমাল

দিনের শহরে এই নলবন
রাতের শহরে সেই নলবন
শেষ রাতে নলবন রাজার হার্দিক আমন্ত্রণ
একাদশী পূর্ণিমা আর অমাবস্যায়
সবাই থাকে যেন নলবনে
দিনের তরঙ্গকণা রাতের শেফালি
পায়ের পাতায় জল পলিমাটি আর সামুদ্রিক জাহাজ

পদাতিক
পদাতিক সবাই
অশ্বারোহী নেই গজারোহী নেই রথারোহী নেই
একটা গোটা দিন একটা গোটা রাত সারা নলবন জুড়ে
পাপিয়ার সাথে দেখা হয়েছিল সেদিন বারবেলায়
ভুঁইফোর সেই শপিংমলের চারতলায়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন