কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

কালিমাটি অনলাইন / ০৮



সম্পাদকীয়


এখন শরৎকাল। উৎসবেরও কাল। মূলত বাঙালি জনসাধারণের কাছে শারদোৎসব নামে যা পরিচিত। অন্যদের কাছে নয়ই বা কেন! শুনেছি, ভরা বর্ষার পর যখন প্রকৃতি স্বচ্ছ ও সুন্দর হয়ে উঠতো, আকাশের নীল ও গাছের সবুজ এক অসামান্য ভালোবাসার রঙ ছড়িয়ে দিত চতুর্দিকে, তখন বিভিন্ন ছোট ছোট রাজ্য ও দেশের রাজা-মহারাজারা বেরিয়ে পড়তেন শিকারে এবং যুদ্ধে। অরণ্যে নিছকই খেলার আনন্দে পশুবধ এবং নিজ নিজ রাজ্যের সীমানা বাড়ানোর অভিপ্রায়ে মানুষবধ ছিল তাঁদের উৎসবের মূল ‘অ্যাজেন্ডা’। তা রাজা-মহারাজাদের ব্যাপার-স্যাপারই আলাদা! কিন্তু সাধারণ প্রজাদের অর্থাৎ পাতি জনসাধারণের কাছে শরৎকাল বয়ে নিয়ে আসত অন্য এক আনন্দ ও উৎসবের চেহারা। বয়ে নিয়ে আসতো নতুন ফসলের স্বপ্ন ও সম্ভাবনা। আর এই স্বপ্ন ও সম্ভাবনাই সম্ভবত সাধারণ মানুষকে অনুপ্রেরিত করেছিল প্রকৃতি আরাধনায়; পরবর্তীকালে প্রকারান্তরে কোনো কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে যা রূপান্তরিত হয় দেবী আরাধনায়। সে যাইহোক, উৎসবের অনুষঙ্গে সেই সময় যেমন ছিল শস্য-ফসলের প্রচুর সম্ভাবনা ও সম্ভার; ইদানীংকালেও তেমনি আরও অনেক সম্ভারের পাশাপাশি বাঙালি জনসাধারণের কাছে উপস্থিত হয় বাংলা সাহিত্য-ফসলের বিপুল সম্ভার। এবং বলা বাহুল্য, উৎসবমুখর শরৎকালের সৌজন্যে বাংলাসাহিত্য এভাবেও সমৃদ্ধ হয়ে আসছে দীর্ঘদিন। আমাদের ‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের অষ্টম সংখ্যাও প্রকাশিত হলো এই আনন্দমুখর উৎসবের আবহাওয়ায়। আমরাও এই শারদ উৎসবের শরিক। আমাদের আন্তরিক শারদ প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা ও ভালো থাকার শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে।

প্রসঙ্গত দু’একটি বিষয়ে যৎসামান্য আলোচনা করা যেতে পারে এখানে। কবিতা, দীর্ঘ কবিতা, ঝুরোগল্প, অণুরঙ্গ বিভাগগুলির পাশাপাশি একটি উল্লেখযোগ্য বিভাগ ‘কালিমাটির কথনবিশ্ব’। আমাদের প্রিয় পাঠক-পাঠিকাদের কাছে বিনম্র নিবেদন, আপনারা এই বিভাগটিকে আরও সমৃদ্ধ ক’রে তুলতে পারেন আপনাদের নিজেদের জীবনের ও মনের বিভিন্ন ভাবনা-চিন্তা, অনভূতি, অভিজ্ঞতা, বোধ এবং কোনো বিষয় ও বস্তুভিত্তিক প্রসঙ্গকে কলমবন্দী ক’রে। বৈচিত্র্যে ও বহু রৈখিকতায় তাকে লিপিবদ্ধ ক’রে। আমরা আপনাদের কাছে এই ব্যাপারে সক্রিয় সহযোগিতা আশা করছি। এবং একইসঙ্গে সহযোগিতা আশা করছি ‘ছবিঘর’ বিভাগের জন্যও। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যে ছবিগুলি এই বিভাগে প্রকাশ করা হয়, সেই ছবিগুলির মধ্যে থাকে কোনো কবিতা বা গল্প, অথবা আরও স্পষ্ট ক’রে বলা যেতে পারে, কোনো কবিতা বা গল্পের উপাদান। এই ভাবনা মনে রেখে আপনারা ছবি পাঠান ‘ছবিঘর’-এর জন্য। এছাড়া কবিতা, দীর্ঘ কবিতা, ঝুরোগল্প এবং ‘অণুরঙ্গ’ বিভাগের জন্য ছোট নাটক পাঠানোর জন্যও অনুরোধ জানাই। সেইসঙ্গে একটি ছোট্ট নিবেদন, অনুগ্রহ ক’রে আপনারা যে কোনো লেখা পাঠাবেন বাংলা ‘অভ্র’ ফন্টের ‘বৃন্দা’তে কম্পোজ ক’রে। অন্য কোনো বাংলা ফন্টে কম্পোজ ক’রে পাঠালে আমরা অসুবিধার সম্মুখীন হব।

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :


kalimationline100@gmail.com / kajalsen1952@gmail.com

প্রয়োজনে দূরভাষে যোগাযোগ করতে পারেন :

0657-2757506 / 09835544675
অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen,
Flat 301, Parvati Condominium,
Phase 2, 50 Pramathanagar Main Road,
Pramathanagar, Jamshedpur 831002,
Jharkhand, India.

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন