কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

০৬ সুমিত রঞ্জন দাস

অদৃষ্ট
সুমিত রঞ্জন দাস



দুই আঙ্গুলে গুনে দেখলে সেই কুড়িটা
অথচ কত যুগ ধরে অঙ্ক কষেই চলেছি;

#

লম্বা করিডোর পেরিয়ে
কষ্টেসৃষ্টে সবকটা সিড়ি ভেঙে
যেদিন পৌছলাম স্বপ্নের চিলেকোঠায় -
বুঝেছিলাম, এই মাসেও দুটো পক্ষ
আর এতদিন অপেক্ষার পর
আজ অমাবস্যা ।

#

জানতাম আমি বরাবরই অঙ্কতে ভীষন কাঁচা।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন