কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

১৫ লিপিকা ঘোষ

টার্নিং পয়েন্ট
লিপিকা ঘোষ



(১)

জং ধরা থেকে গ্রিল চুঁইয়ে নামা পুরনো লোহা-রঙ, মিশেল লাগছে বৃষ্টির গায়। ঝুম- নিঝুম ভালোবাসার শব্দরা নিজেরাই ঠিকঠাক পাশাপাশি বসে নিচ্ছে, মাঝে মধ্যে স্থান বদল করে নিচ্ছে এ ওর গা ঘেঁষবে বলে। দু-হাত পেতে জং রঙা বৃষ্টি ধরে রাখছি। উপচে পড়ছে না, পড়ছে... কেউ ব্লেডের ধারালো দিয়ে কেটে দিয়েছে পাতলা করে, হাতের তালু আঙুলের ডগা – এইসব বৃষ্টির দিনকাল পেরিয়ে গেলে একটু বিষণ্ণ থাকব।



(২)

জানালা উন্মুক্ত রাখলাম। কখনও ছায়া কখনও রোদ্দুর পড়ে নিচ্ছে খুলে রাখছে ওপাশটা’র মখমলি। সকাল থেকে শব্দগুলো টুকরো টুকরো করে পর পর সাজিয়ে রাখছি। যে সমস্ত খেলা প্রেমে মেতেছিল তাদের শান্ত রেখে সামনে একটা দাবা-ছক পেতে দিলাম। সাদা-কালো কালো-সাদা, কে কাকে হারিয়ে মহা-মাৎ করে পেয়ে যাবে চিরহরিৎ জঙ্গল; জঙ্গল... আর দঙ্গল বেঁধে মধু-মালতী বিষয়ক আলোচনায় গভীর হবে চাঁদ-রাত। তার আগে পর্যন্ত পৃথিবীর সমস্ত বসন্ত পাতাঝরা থেকে তুলে বেছে রাখছে শীত-ঘুম।

1 কমেন্টস্:

  1. তার আগে পর্যন্ত পৃথিবীর সমস্ত বসন্ত পাতাঝরা থেকে তুলে বেছে রাখছে শীত-ঘুম।…বেশ ভাল লেগেছে লেখাদুটো্, শুভেচ্ছা আপনাকে লিপিকা ঘোষ

    উত্তরমুছুন