কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

০৯ নীতা বিশ্বাস

পাখির আকাশ
নীতা বিশ্বাস



পাখিরা আকাশ চায়, না আকাশ পাখি চায়! সমস্যাজটিল প্রশ্ন রাতের ঘুম কাড়ে, ভোরের স্বপ্ন, দিনের হিসেবি সময়। ‘না উড়ে থেমো না পাখি, সমস্তটা ওড়ো’... স্বদেশ মনে পড়ে। কোনো পাখি সমস্তটা উড়তে পায়! ঘাসদানাবীজ, পেট ইজ ফান্ডামেন্টাল...। ফান্ডা দেখিয়ে হর সময় শুধু ওড়া, কে পায় নিজস্ব অনন্ত মরমীয়াকাশ! আকাশও কি পায় মনের মতো পাখি! পাখসাট মারা চিল শকুন, আকাশ কি চায়?

অব ব্যস করো ইয়ার। সেই থেকে দুনিয়া কি বাহর ঘুম রহি হো। আমরা লাভার্সলেনে বসে আছি, না এগজাম হলে?

ওমা, বোঝোনি? আমরা তো চ্যাট করছি!

চ্যাট করতে গেলেও মন লাগে মাসুম।

কত মণ মন চাই তোমার বলো শিলাদিত্য?

আবার! ডোন্ট ইউ নো আই হেট দিস নেম? আয়্যাম আডিট...

ঠিক আছে, ঠিক আছে। ডোন্ট বি সো রুড আডিট! তুমি ভালোবাসার মানে বোঝো?

সুযোগই দিচ্ছ না। চলো, ওই অমলতাসের ঝোপের নিচে বসি। ভালোবাসা কাকে বলে বুঝিয়ে দিই, তোমার সন্দেহ ঘোচাই।

তুমি অমলতাস চেনো? তবে ভালোবাসাও...! চেনো তুমি আডিট। আয়্যাম লাকি এনাফ...

এনি ডাউট? আরে চলো চলো। এক্ষুনি দখল হয়ে যাবে।

দখল? কোনো দখলদারি নয় আডিট, লাভ ইজ হেভেনলি।

নো। নো ডিয়ার, ইট’স মোস্ট আর্থলি।

পাখিদের কেমন আকাশ আছে দ্যাখো।

দে হ্যাভ দেয়ার স্টম্যাক অলসো, তোমার আমার মতো। দে হ্যাভ দেয়ার সেক্সলাইভস টুউউউ। মুড অফ করে দিলে। ডিসগাস্টিং! চলো বরং কোনো রেস্তোরাঁ, ক-ত-দি-ন হলো যাই না।

কন্ডিশন অ্যাপ্লায়েড। বলো কিছু করবে না?

কথা দিতে পারছি না মাসুম। শুধু তোমার হাতদুটো..., একটু হাগ করবো, কোমরে ক্লিভেজে একটু কিস, তোমার গায়ের গন্ধ নেব। আয়্যাম ম্যাড ওভার ইট মাসুম, তোমার বুকের গন্ধ আমায় জাস্ট পাগ্‌লা করে দেয়। আই লাভ ইউ মাসুম!

মি টুউউউ। কিন্তু যাওয়া হবে না।

আয়্যাম ইয়োর উড বি হাসবেন্ড ম্যাডাম।

বাট নট অ্যাট প্রেজন্ট। লাভ আর ম্যারেজ, দু’টোকে লিব্রার দু’পাশে বসালে, আফটার ম্যারেজ দেখবে, লাভ-এর পাল্লাটা হাল্কা হয়ে ওপরে উঠে যাচ্ছে, ভারি হয়ে চেপে বসছে ম্যারেজের বাইন্ডিংসটা। শর্তাবলী।

কী বলছো মাসুম! কী তুমি বলছো!

বলছি, তোমার বুকে আকাশ আছে শিলাদিত্য?



আডিট অন্য পাখি খুঁজে নিয়েছে, সে পাগলি নয়, দানা খায় খাওয়ায়, ওঠবোস করে।



মাসুম আকাশ পেয়েছে, পায়ের স্বাধীনতা। তবু যখন জাগতিক ডাইনিংটেব্‌ল ওকে দানা খাওয়াতে আসে, শিলাদিত্যর কথা মনে পড়ে--- সমস্তটা ওড়া যায় না মাসুম! ওয়ান কান্ট ফ্লাই বিয়ন্ড এক্সপেকটেশন।












0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন