দুটি কবিতা
ইন্দ্রনীল চক্রবর্তী
আমি আর আমারই প্রতিরূপ
বৃষ্টি, ফাগুন, ভরা চাঁদ,
আকাশ, রাত্রি, ঘূর্ণিয়মান পোকা,
যদি থাকো তবে আবার ফিরে আসব একা।
দেখো আর কেউ যেন না থাকে;
শুধু আমি আর আমারই প্রতিরূপ।
বর্ণমালা পাল্টে পাল্টে নাম দিয়ে যায়
রোদ, শীত, অমাবস্যা,
মাটি, দিন, মৃত স্থবির পোকা,
ক্ষতি নেই, ঠিক ফিরে আসব একা।
দাগ
কী করে দেখব বলো তোমায়
নিচু চোখে মানুষ ওঠে নামে।
আমি একা আত্মারাম,
বিষাদ তানপুরা বাজিয়েই চলেছি
এক বুক কার্নিভালের স্মৃতি নিয়ে।
তাই যত ট্যাগ ছিল,
যান্ত্রিক, অযান্ত্রিক মুছেই চলেছি
এক টানে বন্ধনের দাগ তুলে দিয়ে।
কী করে দেখবে বলো আমায়
উঁচু চোখে মানুষ না ওঠে না নামে।
ইন্দ্রনীল চক্রবর্তী
আমি আর আমারই প্রতিরূপ
বৃষ্টি, ফাগুন, ভরা চাঁদ,
আকাশ, রাত্রি, ঘূর্ণিয়মান পোকা,
যদি থাকো তবে আবার ফিরে আসব একা।
দেখো আর কেউ যেন না থাকে;
শুধু আমি আর আমারই প্রতিরূপ।
বর্ণমালা পাল্টে পাল্টে নাম দিয়ে যায়
রোদ, শীত, অমাবস্যা,
মাটি, দিন, মৃত স্থবির পোকা,
ক্ষতি নেই, ঠিক ফিরে আসব একা।
দাগ
কী করে দেখব বলো তোমায়
নিচু চোখে মানুষ ওঠে নামে।
আমি একা আত্মারাম,
বিষাদ তানপুরা বাজিয়েই চলেছি
এক বুক কার্নিভালের স্মৃতি নিয়ে।
তাই যত ট্যাগ ছিল,
যান্ত্রিক, অযান্ত্রিক মুছেই চলেছি
এক টানে বন্ধনের দাগ তুলে দিয়ে।
কী করে দেখবে বলো আমায়
উঁচু চোখে মানুষ না ওঠে না নামে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন