কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

১৮ পলাশ দে

তিনটি কবিতা
পলাশ দে



হ্যালো টেস্টিং

স্বাদ ফেলে চলে যাচ্ছে মেনুকার্ড
এদিকে কুটুম ওই রাস্তায় হেমন্ত পার হয়
আঁচিয়ে নিচ্ছে নেশা

যে যার সাঁতার তাহলে কে কীভাবে ম্যাপ আঁকবে?

ডরো মৎ-
বসা, দাঁড়ানো, হাঁটু ভাঁজ, নিচু
কিছু একটা ইনাম গেঁথে আছে

অ্যানাউন্সমেন্টের সময় শুধুমাত্র খেয়াল রেখো
হ্যালো টেস্টিং… ওয়ান টু থিরি-কে বলছে



বন্ধুগল্প

আমাদের ফুরিয়ে যাওয়া গল্পে
এক আধটা বন্ধুর বিশ্রাম, ওভারটাইম

আর ছাতা আর চশমা আর বাসস্টপ
রং হারাবার ভয়ে যতক্ষণ চোর
যত মুহূর্ত ধরে রাখছে ঘাম

শরীর চুবিয়ে, ফাঁকা
ফাঁকায় চুবিয়ে, শরীর

সামান্য বন্ধুগল্প আমাদের, সিলেবাসে থাকে না



বি.টি.রোড

বি টি রোডে ঝুলছে এক পা জুতো
খোলা একটা পায়ের অন্য কোথাও যাওয়ার কথা

সকালবেলার গান লেগে আছে লুকিংগ্লাসে
তুমি যখন চোখ কচলাচ্ছিলে
যেভাবে কষ তোমার মুছে নিচ্ছিল হাওয়া

এখানে তো হাত নেই, ফলে তালি
অথবা ছাপ ধরে কেউ কি এগিয়ে আসবে?

চাকার ধাক্কা, পিচ আর বালি
ওলটানো, গড়ানো, চিঠি, সাইরেন

এক পা জুতো হারিয়ে যাওয়ার আগে যমজ ভাঙছে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন