কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

০৩ বারীন ঘোষাল


গুম্ফা
বারীন ঘোষাল


                                                                                    ক্লিভেজ
          বই     পরীত্ব     পুরোটা খোলা
          পর্বতমালা খোলা বৈ তো না
হাসি গড়াগড়ি খাচ্ছে
ঝরা পাতাদের শব্দে অ্যানিমেশন শ্যুট হচ্ছে না
জড় জতু আর গানের ডুরে গরাদ কানো কান

তিনজন মাংসাশী রক পেন্টিং ----
শূন্য করে চলে যাচ্ছে হমদম জীবনীর জলরিয়াম
মাইক টেস্টিং সেরে বেয়ে ওঠার কষ্ট নেমে এল
ছবি রীল রেলগুমটির পাশে ধ্বক ধ্বক খুলছে
জিভ হিউমিড হিউমার কী যে চায়

রোদ এত পায়রা পিছল
দূর এত অমান্য দারুপিয়া
ইলেকট্রনের তারে এখন নোটেশন শুকোচ্ছে
শিশিরে ভিজবে বলে
নারীগুম্ফায় দুলে দুলছে পেন্টিং ক্লাস


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন