কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

২৬ বিশ্বজিৎ

ওরিজিনাল
বিশ্বজিৎ



খেলা- এক নিরন্তর প্রক্রিয়া... যার আঙুল ছুঁয়ে
         ওঠা-নামা, পাওয়া-না পাওয়ার ছবি। ঘোড়ার
         শব্দে হুমড়ি খাওয়া বত্রিশটা সিংহাসন          আরও পঁয়ত্রিশটা ভাঁড়াটে পাপের চরিত্র          সবেতেই অঢেল বাতাসের কেঁপে ওঠা          ছমছম...
         তুমি হাজার মেধা দিয়েও রচনা করতে          পারবে না
         যেখানে ‘না’-এর মাঝে          শুধু ‘না’-ই থেকে যায়...

সুতো- কখনও বাধ্য ও বাধকতাকে বেঁধে রাখতে পারে না...
         একটু একটু করে সরতে থাকে, পুরনো রিংটোনের          গিঁট। ছাই মাখাতে গিয়ে আরও কালি মেখে ভূত          হবার চেষ্টা...

ছাই– ও জেনে গেছে
         কার গুণে কতটা গুণ হয়ে ওঠে... নামের হদিশে
         আর কাছাকাছি নয়          এবার হাড়িকাঠ নিজেই চিনে নাও


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন