কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

০১ সমীর রায়চৌধুরী



দুটি কবিতা
সমীর রায়চৌধুরী

যে যার যেমন
নেতৃত্বের পছন্দ হাত তোলা ঝ
ঝ’য়ে ঝামেলা
প্রথম ভাগের পড়ুয়ারাও তা জানে
ব্যারিটোনে ক্ষুৎকৃত্য আর ঠুংকৃত্য
হাঁচি যেমন ক্ষুৎকাতরতা
সূর্যের রোববার যেমন ব্যাকরণ সম্মত
ভাবনার কোনো কৌমুদী নেই
নেই দিবানিদ্রার স্বপ্নের
মা এই সেদিন নির্বিকার বললেন
স্বপ্ন ও জাগরণে
এখন যেমন নষ্টচন্দ্র দর্শনে দর্শকের কলঙ্ক হয় না


আতসীচিত্রণ (১)
হাতে আছে পাওয়ার পাপলু
কাকে ফিরিয়ে আনতে চাস বল্‌

বিন পগ চ্যলে শুনে দিল্‌ কাণ্‌হা
বিন হাত কার্য্‌ ক্যরে বিধি নানা

বরষে কম্মল ভিঙ্গে পানি

বাঘ চোখের নিমেষে পালটে যায় রেসিং বাইকে
জলে ভাসতে থাকা সিংহের ছায়া
ওই দেখ বদলে যাচ্ছে ফোর হুইল ড্রাইভে

পানপাতার আড়ালে চোখ ঢাকা মেয়েটা
পান সরলেই দেখবি তোর চিরকালের প্রেমিক

নিম্বাস মেঘ সরলেই চড়ন্ত রোদ
পূর্ণিমার চাঁদ




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন