কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

০৮ স্বপন রায়


রিয়া আবার
স্বপন রায়


()
শুরু হোক হাঁসের গুব্বল
বাটাভিয়ার হে বাটা, হোক কিবোর্ড পেরোন সিম-ও-সিম কুর্তি
আমি দেখবো কি দেখবো না এই অজুহাতে যে একা
যে বলেছিল ঘুমোবে না
কিন্তু সারারাত শুয়েছিল

হাঁসের ডানায় পেস্ট করা শান্ত নদীটি    ভোর তো হবেই
ব্যর্থ এগরা ব্যর্থ সিঁথি
ভোর তো এক সাইবার নোটস, পুণে থেকে, চিস্তি সেলিমের থেকে
আর আমি উঠে বসবো

ভোর তোমায় ভর করছে, যখন এক সাধারণ হাঁসের  চলে যাওয়া
                                                           না বলে যাওয়া
শীত ভেঙে
আর চিরে চিরে আসছে সেই ট্রেন যা প্রায় খেলনা

(১২)  
ঘুরে এলো, মদের দোকানে এলো না সেই মাতাল
যে বিকেলে পড়ন্ত

এখানেই জল হয়, একটু একটু নদী হয়
                         মাতাল দেখার আগে বলে

পিন তখনো পড়ছে শতদ্রুতে আর বললো ব’লে
আমি দেখি টলায়মান
ও’কে

আর আশ্চর্য ও নেই আর কোথাও আশ্চর্য নেই 

(১৩)  
এক আধটা ঘাম মুছতে মুছতে প্রসঙ্গ এলো
হয়তো গুনগুন    তবে এ ভাবেও গেয়ে ওঠেনি যে মনে হবে শরত এসেছে

অথচ রুমাল ছিল
কাজে ছিলো সূঁচের অবদান

প্রসঙ্গ এ ভাবেই এলো, চলে গেলো স্টার্ট নেওয়ার শব্দে       
 

1 কমেন্টস্:

  1. ওহোহো --- হাঁসের ডানায় পেস্ট করা শান্ত নদীটি ------ ব্যার্থ এগরা ।। ।। মাতাল / বিকেলে পড়ন্ত ---- বাঃ স্বপন, বাঃ !

    উত্তরমুছুন