কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

বুধবার, ১৭ মে, ২০২৩

দেবারতি দে

 

কবিতার কালিমাটি ১২৮


সমাধি

 

উদাসী নক্ষত্রতলায়

অক্ষর স্ত্রীরা দৃশ্যের খুলি নিয়ে

কর্তিত বৃক্ষের কষ্ট শোনায়

 

অনেকটা তুই সান্দ্রিয়া জয়ন্তর ছবির মতো -

উড়তে উড়তে ডানা ভারি হয়ে আসা পাখিরা

রক্তভেজা মাটি দেখে

যেভাবে একটু একটু করে

নিজেদের ডানা নিজেরাই ছিঁড়ে

সমাধি সাজায়।

 

সময়

 

সময়কে খুব বেশি স্পষ্ট করে দিয়েছ বলে

তোমাকে চিঠি লেখার আর সময় হয় না

এদিকে সময় আমায়

একটু একটু করে কিভাবে ইতিহাস হতে হয়

তার বিজ্ঞাপন শুনিয়ে যায়।

 

পরকীয়া

 

আগুনের ভিতরের লাবণ্য

বিস্ফোরণের বিপরীত লিঙ্গ

 

চিরকাল অন্তর্দহন নিয়ে

কবিকে জিইয়ে রাখে

 

এই পরকীয়ার কোন বিচ্যুতি নেই।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন