কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

বুধবার, ১৭ মে, ২০২৩

পঙ্কজকুমার চ্যাটার্জি

 

কবিতার কালিমাটি ১২৮


জীবন যে রকম

 

 (১)

 

অপূর্ণ আশার শেকড়গুলো

হাঁ-করা জোয়ারের নোনা জলে

মিঠে-জলহীন জীবনের সংঘাতে

 

প্রাগৈতিহাসিক বিশাল পাখির ডানা

এখনো ছায়া দিয়ে যায়

সময়ের উল্লাস কাঠগড়ায়

সরগমের খেলায় পথহারা সুর-লয়-তান

 

(২)

 

শব্দের দেয়াল থেকে খুবলে নিই গান

ছুঁড়ে দিই ছায়াপথে সুরের পাখার বিস্তারে

যাযাবর আমি খুঁজে ফিরি মহৎ অবসর

 

তবু সময় এগিয়ে যায় খেয়ালি কদমে

আপন কেউ নেই আজব মায়াপুরীতে

নগ্ন আশার পিঠে কশাঘাতের তাজা রক্ত

পাঁজরে দুমুখো করাতের নির্মম আর্তনাদ

 

(৩)

 

আমার রচিত পটের টুকরো

বিস্মৃতির আড়াল পায় না

টগবগিয়ে টেরাকোটা ঘোড়া

 

শিল্পের পুরাতনী টপ্পার সঞ্চারি

অতীতের গর্ভ থেকে উৎসারিত শব্দ

সমকাল জীবনের তির্যক ভাষা

নবীনের হাতে সেতুবন্ধ রংমশাল

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন