কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

রবিবার, ১৭ মে, ২০২০

নীলাব্জ চক্রবর্তী




কবিতার কালিমাটি ১০০


সার্কাস

লিফটের ভেতর
একটা অন্যমনস্ক দিন চলে যাচ্ছে
সহজ কবিতার দিকে
ট্রাপিজ
না
সিনেমা
আলো জ্বলছে
কাট
আমি আমাকে মিস করছি
পুরনো গানের মতো
যে ছায়া
পাঠ ও মন্তব্যের গভীরে
একটাই সার্কাস
বারবার
তাঁবু ফেলেছে তোমাদের শহরে...


ভুলে যাওয়া কাগজ

পাঁউরুটির ভেতর একটা গান
বড় হতে হতে
মাংসের বাগানে দেখি
চাকার দাগ
ঝরে পড়ছে
শরীর
একটা ভুলে যাওয়া কাগজ অর্থে
আলো খুব অনুভূতি
কেমন গভীরতা অবধি
খুব দ্রুত এই স্লো মোশনে
আমি
মানে এই সময়টা
কিছু ঝুঁকে
একটা একটা করে দৃশ্য তুলছে
হে একটা সাদাকালো দিন


স্বপ্ন

ছায়ারা যে গাছ ভাবি
নগ্নতা
মানে
একটা কাগজের পাখি
কার ঘুমের ভেতর
ভ্যানিলা এসেন্স হয়ে
দানা দানা স্মৃতি
মিহি হয়ে আসা সুর
ফেটিয়ে ফেটিয়ে
স্যুইচ অফ করা একটা কেকের স্বপ্নে
ঘাম
এত কাঁপছে কেন
শান্ত একটা জন্মদিনের মতো পুরনো কথা
ওইখানে
কে রেখে গেছে...


2 কমেন্টস্: