কবিতার কালিমাটি ১০০ |
দূরত্ব
এর চেয়ে ঢের বেশি শূন্যতা এসেছে...
যেখানে জলের শব্দ করুণ
একা একা শ্বাসের শব্দ গুনে রাতগুলো গভীর অন্ধকারে নিয়তির দিকে
গেছে
এর চেয়ে কঠিন অসুখে ম্লান হয়েছে মুখ মৃত্যু দেবে
বলেছিল যে প্রেমিক
সে চলে গেছে!
প্রেম কি মৃত্যুর মতো কেউ! অথবা তার চেয়ে বড়!
অথচ দিলো না বলেই যেন ফতুর হয়েছি।
এখন চরাচর স্তব্ধ
মানুষের থেকে মানুষের দূরত্ব মাপা
এইসব আগেই বলেছি,
জেনেছি নিঃশ্বাসে বিষ থাকে...
কত দূর গেলে আমি তো ছাড়
মৃত্যুও ছোঁবে না তোমায়
এর চেয়ে বেশি দূর জানো তুমি!
উন্মাদনা
বোধেরও অতিরিক্ত কিছু
কুরে কুরে খায়
কেন এই জটিল শবদেহ
আমাকেই বয়ে নিয়ে বেড়ায়!
মরেছি বহুকাল!
এতদিনে মাটি শান্ত হয়ে এলো,
তবু্ও মাথার ভিতর এত স্রোত
দিনরাত তোলপাড় করে
মনে হয়...
মনে হয় মৃত্যুরও অধম কিছু এই দৈন্যদশা
এই অন্ধকার জীবনের শব কোথায় নামিয়ে রাখি!
মনে হয় জোরে ঝড় উঠুক...
বাজ পড়ুক
মনে হয় অলৌকিক শোক এই চিৎকার ঢেকে দিক
প্রবাসে
আজকে নিশীথে কোনো ভিন দেশে
যেখানে যেমন তারাগুলি নিভে গেছে
জ্বলে জ্বলে হয়ত সূর্য জ্বালবে না বাতি
নিকষ অন্ধকারে ধরবে না হাত
প্রিয় কবিতায় সেও...
এই অসুখের দিনে
কারো একলা কথার ঘরে
একলা বৃষ্টি টুপটাপ ঝরে পড়ে
চুপচাপ শুধু গলার আড়ালে
কষ্টের বোধ কাঁপে
আমার মনকেমনের ঘরে
শুধু একটি জোনাকি জেগে রয় চিরতরে
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন