কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৭ মে, ২০২০

শ্রাবণী সিংহ




কবিতার কালিমাটি ১০০


কোয়ারেন্টাইনের চূড়ায় বসে
লেবুপাতা একটুখানি ঘষে নিলে, হাতের শিরায় অর্ধেক দিন
তার গন্ধ লেগে থাকত
এখন ভেষজ স্যানিটাইজারের অপ্রস্তুত গন্ধ
লেগে থাকে শিয়রে...
ভয়ংকরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি আমরা,
কোয়ারেন্টাইনের চূড়ায় বসে একা, নিভৃতযাপনের ঘর
স্বগতোক্তি ধ্বনিত হয় নিশ্চুপ দেয়ালে
কাহিনী হয়ে ওঠে জীবনযন্ত্রণা
হাতে কলমে লিখিয়ে নেয়
বাকি সব মিছে... মিছে
ষোলোআনা

সঙ্গনিরোধ রাতে
রাতের কিছু কিছু শব্দ ঘাতক, অবচেতনে ঝড় তোলে...
হৃৎপিন্ড সাদাপাতার মত হালকা হয়ে যায়
মশাল জ্বেলে বসে থাকে রাতের
শব্দসমষ্টি
প্রহরের পর প্রহর,
নিমপেঁচা ডানা ঝাপটালেও
অকল্যাণ চিন্তাই আসে।
সঙ্গনিরোধ রাতে
একরোখা পায়চারি তার...
দেখতে তো পাই না
শুধু মন জানে
রাত্রি কি জানে কী রঙে তার মিলনবাণ?
রাত এলে
অতঃপর রাত এলে পৌনঃপুনিক মৃত্যুমহড়া,
তারারা নিভে গেলে
নিভে যায় রাতের বৃহস্পতি
ঘরোয়া সংযমে চকমকি জ্বলে।
ভাবনায় ভাবনা্য পুনরাধুনিক,
সংক্ষিপ্ত হয়ে উঠি
সব আছে সংসারে আমাদের - তবু যেন কী নেই নেই
মনের সেতার ছিঁড়ে দিতে বদ্ধপরিকর এক খুনী!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন