কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

শৈলেন্দ্র শান্ত’র কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

শৈলেন্দ্র শান্ত’র কবিতা     

(অনুবাদ : মিতা দাশ)

 


কবি পরিচিতিঃ কবি শৈলেন্দ্র শান্ত জন্মগ্রহণ করেছিলেন উত্তর প্রদেশের বলিয়া জেলার মনিযার-এ। জন্ম তারিখ: ০৫.১০.১৯৫৬। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে স্নাতকোত্তর এবং বলিয়ার টিডি কলেজ থেকে স্নাতক। লেখালেখির ক্ষেত্রে তিনি প্রবন্ধ, সংবাদ, কবিতা এবং শীর্ষস্থানীয় সংবাদপত্র ও ম্যাগাজিনে গল্প লেখেন। এছাড়া রেডিও এবং টেলিভিশনে প্রচারিত হয় তাঁর কবিতা। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ছয়টি কাব্যগ্রন্থ 'জনপথ', 'আমি তোমার কবিতা', 'তোমার দেশে', 'ঝলমলে অন্ধকার', 'বিশ্বাসের কথা এবং অন্যান্য কবিতা' এবং আরও কিছু কবিতা। একটি ছোট উপন্যাস 'আধি হাকীকত'। একটি গল্পগ্রন্থ স্বপ্নের কথা এবং অন্যান্য গল্প'।

 

এই সেই সময়ের গল্প

 

রুটি ভাগা-ভাগি করা হয়েছিল

বই ভাগা-ভাগি করা হয়েছিল

পোশাকও ভাগ করা হয়েছিল

 

আমরা রুটি খেলাম

বই পড়লাম

পোশাক পরলাম

দুঃখ ভাগ করে তাড়ালাম

 

এটি সেই সময়ের গল্প যখন

ঘরবাড়ি, উঠোন ভাগ করা হত না।

 

শৈশব

 

একটি শৈশব চায়

রোবট-রকেট

সকাল সকাল

দ্বিতীয়টি -

রুটি

 

একটি শৈশব তুলে নেয়

পুরো ঘর মাথায়

দ্বিতীয়টি -

বোঝা

 

একটি শৈশব মাদারী হয়

দ্বিতীয়টি -

জামুরা

 

একটি শৈশবে

বই পড়ে

দ্বিতীয়টি -

কঠিন সময়কে

 

শৈশব হলো

জাতির ভবিষ্যৎ।

 

মনে রাখবেন

 

একটু বাতাস

আমার কাছে

পৌঁছাতে দাও -

ঠান্ডা কিন্তু গরম নয়।

একটু জল

আমার গলায়

পৌঁছাতে দাও -

ঠান্ডা কিন্তু রঙহীন নয়।

একটু আগুন

আমার ভাগের

আসতে দাও কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়।

আমি তোমার কাছ থেকে

একটু মাটি বা একটু আকাশ চাইব না,

কিন্তু তোমাকে তা ছিনিয়ে নিতেও দেব না।

মনে রেখো...!

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন