কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সুপ্তশ্রী সোম

 

কবিতার কালিমাটি ১৪৮


কথোপকথন

 

কথোপকথনে লাল নীল ফুল

ফুটে উঠেই খুঁজে নিচ্ছে ঈশ্বরের বাগান

আমি মালা গাঁথবো নাকি

ফুলদানীতে রাখবো

ভাবতে ভাবতেই বেলা গেলো।

 

বেলা এমন করেই বয়ে যায়

মুঠোর ভিতর থেকে

ঝরে পড়ে অনন্ত নির্বাণ

কথারাও ঝরতে ঝরতে

কখনো মধুবাতা কখনো ঝড়।

 

লোভী সময় দেখে নেয়

রোদ্দুর ও ছায়ার মিলমিশ-

আকাশ ও নদীর গলাগলি-

তারপর অপেক্ষায় থাকে

কখন শেষ হয় সবকথা।

সংলাপ শেষ হলে নীরবতায় স্বাক্ষর দিই।

 

আবর্তন

 

ছাইচাপা আগুন

ছাই সরাতেই পুড়ে যাই

আপাদমস্তক

 

ভস্মকণা হয়ে উড়ে  

যাচ্ছি হাওয়ায়

তোমাকে ছুঁয়ে মাটি হব বলে।

মাটি থেকে অঙ্কুর

তরুলতা, ফুল, ফল

সুসংহত বনাঞ্চল, ঘর গেরস্তি।

 

প্রণয় যখন

 

এভাবেই বলে যাই সব

এভাবে তোমাকে পাঠাই

গভীর আনত রাত

আদিগন্ত প্রণয় প্রস্তাব।

 

এভাবেই নির্লিপ্ত জল

বয়ে যায় অনন্ত দিশায়

ঈপ্সিত পথের শেষে

আকুল তৃষ্ণার দেশে

জেগে থাকে একা দীর্ঘশ্বাস।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন