কবিতার কালিমাটি ১৪৮ |
উদাসীন মল্ট
(১)
যদি হয়, আর্তি
তখন, যখন দু'একটা আলো জ্বলে
উঠবে
আলো,
আর্তিমেদুর হারানো লং-শট
তুললে
বিরিক্তিকর মনে হয়
(২)
কারুনিভৃত
না হলেও
বারদুয়ারে
থাকে ওঁশ আর হিমকাজ, যদি
দূর
সামান্য বেঁকা, ঝিলে রং-চটা রোদ
যেন
কার শোয়া
কারু-শোয়া
শীত
সেই বিলম্ব-রোদে
মনে
হয়, হল
হাহাকার
(৩)
কুর্চি,
গিরিমল্লিকা ইত্যাদি
একটা
গাছ এবং
শহরে
প্রায় রবীন্দ্রনাথ, প্রায়
একজন
বেহালায়
অশ্রু
থেকে নদী আলাদা করার সময়
কুর্চি,
গিরিমল্লিকা ইত্যাদি
একটা
গাছ এবং
স্ট্রিং-থিওরি
গড়ে উঠেছিল
এই
মিথ্যে, শাটার-স্পিডে
ছবি
করল
কুর্চিকে
সাদা,
সাদা বলেই সাদা
(৪)
নদী
তো নদীই
তুমি,
তুমিই
ঘাই
মারার মুহূর্তে
মাছও
অন্যকিছু নয়
তুমিই
তো নদী
জো্র
বৃষ্টি শুরু হতেই
ঘাই
মারার মুহূর্তে
চোখ
তোমার
মাছেরই
তুলনামূলক
ভীত-সন্ত্রস্ত
শৈলী
জাল
জাল জাল পড়ার বৃষ্টিতে
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন