কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

০৭) তানিয়া চক্রবর্তী

শরীর

গাঢ় ঘি দিয়ে মাখানো শরীর
চন্দন কাঠে গর্হিত গন্ধের পাপাশয়
মরতে গেলে নমনীয়
সন্ন্যাস নিতে গেলে ক্লীব হতে হয়
মধ্যচ্ছদার বাইরে বেশরম ছিছিকার
আজকের প্রতিলেপনে কাল ছেদন
ঠোঁট জুড়ে মদ্দা মানুষের পরস্মৈপদী
নিভৃত বাসা ছেড়ে উড়ে যায় পাখি
কাঁটা ফল যারা খায় না
তারাও জীবাণু অনুভূমিকে মরে
গাঢ় ঘি দিয়ে মাখানো শরীর
এখনি চুল্লীতে গাঢ় শ্লাঘার জন্য বিতাড়িত হব...



কাঠপুতলি

গেরুয়া বসনে সে অনুকৃতি
সে বাধ্য করায় হাড় খেতে
ভিন্নমুখ রসে শাখের করাত হতে হয়
দীর্ঘদিন শর্করা রুগীর অতৃপ্তিতে সেতুবন্ধ বানিয়েছি
এখন কাঠপুতলিরা পেরেকের মার খেতে শিখেছে
কপালে খোদাই টিপ
গলার মাৎসর্যভঙ্গে ঘরে কেউকেটা
পুরুষের বাড়ি মেসোপটেমিয়া
নীল নদ, একজোড়া চুমু, আর জমি নিয়ে
বিবাহ হয় বেলে মাটিতে
ওরা আমাদের কাঠপুতলি বলে
পতিত বা আবাদ যাই হই --


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন