কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

২৩) বিপ্লব গঙ্গোপাধ্যায়

মেঘ চাদর

উপদ্রুত শব্দ চলাচল
মায়াসরণির নিচে
পা    ফেলে
                  ফে
                             লে...
মুদ্রণপিপাসু রোদ জড়িয়েছে আলোশাখা

একলা উঠোন জুড়ে
জ্বরের বিভূতি
স্বনির্ভর শীতঘুমে ডুবে যাচ্ছে মেঘের চাদর

ভাসানপ্রণালী

লজ্জাসুত্রে শুয়ে আছে তৃতীয় পোশাক
খোলা ডাক
দু’চার লাইন চাঁদ
জানালার ফাঁকে
                    দীক্ষা ও দর্শনচিহ্ন
সন্ন্যাসীসুলভ
প্রাণগন্ধে প্রগলভ মায়া
ভীরু শূন্যতা থেকে চোখ তুলে
শিহরণ... ভাসানপ্রণালী


মুনাফা গ্রাহক

লুকানো আঁধার থেকে
দেখনপ্রণালী দূ রে ছায়াপথে...
বীরুৎ ঘুমের পাশে মৃদুস্বপ্ন
দারিদ্র্য লুকিয়ে থাক ক্যাসারোল দুর্লভ প্রহর
স্মৃতিমুঠো রঙ ভর্তি
মায়াবী আবেশ নোনা জলে
দৃশ্য ভঙ্গুর তৃপ্তি আউল বাউল
শুভেচ্ছার ঋতুরঙ
               কাছে এসো মুনাফা গ্রাহক

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন