কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

১৫) লক্ষ্মীকান্ত মন্ডল

চুপকথার জলস্রোত

ভাটার উপর দিয়ে উড়ে যায় এলোচুলের স্বাধীনতা
রোদ ভেঙে চুরমার, নোনাজলে ভাসে ঝাপসা মেঘের মুখ
মাটির ক্ষয়ে পা, শোক ভাঙে ছায়ার সাথে

চলার শব্দ আসে, ক্রমশ বেড়ে যায় নোনা স্বাদ
খড়কুটো বাসা থেকে মিষ্টি জলের পানকৌড়ি উড়ে যায়
সমুদ্রের দিকে, ছড়িয়ে ছিটিয়ে শস্যখেত কিংবা
মেঘের ঘর ছেড়ে পিঁপড়ে সারি ছাই বাঁধা পথ দিয়ে নেমে গেছে
বলিরেখায়, শীর্ণ নদীর জঘন সীমায় অপ্রকাশিত হাঁসফাঁস
আটকে আছে ফুল, দীর্ঘশ্বাসের বেলপাতা

পুজো লেগে আছে তার পায়ে, সেই জলস্রোত মুখোমুখি
যেখানে পরাগ, চুপচাপ বসন্ত



রং মৌতাত

(১)
রং মেখেছেন আপনি?

আমি রোদ্দুরের দিকে তাকালাম
প্রজাপতি ডানায় ছেঁড়া পলাশের রং
তবে কি হৃত্‍পিণ্ড উড়ে এই বসন্তে

(২)
ধক ধক শব্দটা বেড়েই চলে
সঙ্গে রোদের তাপ
তাকে দোষ দিই না
সে শুধু রং মাখায় ঋতুমেধ ঘোড়ায়
বাড়িয়ে দেয় যৌবন তৃষ্ণা

(৩)
হৃদয় ছেঁড়ার তৃষ্ণাটা দুলতেই থাকে
রোদ ক্লান্তিতে দে দোল দোল
শরীরের সর্বস্ব কেড়ে নেয় সর্বনাশ

তবুও আমাকে মেশাতে থাকি
                     আপনারই মৌতাতের ভিতর


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন