কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

০৫) প্রণব পাল

একান্ন আড্ডা

আঙুলে জন্মস্থান ভেঙে পড়ার শব্দ। পাঁচটি রবিবার টাঙানো
পোস্টারে ছুটির স্টিলগ্রাফ। ছুটি ঝুলছে আগাপাশতলা।
ঘুমন্ত সময়ে মগজ বাজানো রিংটোন। অনুপম লাগা
ভোর ডাকে মোরগের আগে। চুপচূর্ণ অণুদের আনন্দ
লাগে ছাতাহীন গাছের পাতায়।

মৃত জিভ কথা বলছে নতুন ছোঁয়ায়। স্বপ্ন ভেঙে উঠে
বসে আরোগ্য নিকেতনে বেড। ফুলকি ফোটা
বারুদেওয়ালির মলঝলানো রাত হুল্লোড় খুলছে আঁধার
আকাশের ছায়াপথ হয়ে। ছবিতারিয়েতের দারিদ্র ভাঙে
ম্যানটাস্টিক জাগরণে।

নিরবতার ছোঁয়াচে রোগ গিলছে দশক। একার গাড্ডায়
একান্ন আড্ডা, অসীম সম্ভাবনার নক্ষত্রমালা।
বাজা, বাঁজা ও বাজারের বিপরীতে
বাজানোর অর্কেষ্ট্রা। নির্মল হাতের পাতায় একটি
কবিতা লেখা ভোর ফুটছে কুসুমিত হয়ে। কথা নয়
কথার অধিক তার চুপচিক্যের সুবর্ণ গোলক।



জন্ম চিৎকার

ফোনকলে বেজে ওঠে শুকনো পৃথিবীর নতুন জলবায়ু। হারানো
জিনের অভিনব ভগ্নাংশ থেকে বোসন কণাদের পরমাণু অভিযান
ও নিউট্রিন চলাচল ওঠে ঊণ ফুটন্ত ডিমের কুসুমে। হাতের
মুঠোয় রাখা জাদু ছলকায়।

ঢাক ও প্রতিমার সাথে ‘নেই’ খুঁজে ফেরার আবহযাত্রা।
যুগ ছুটছে অফুরন্ত মেধায়। নেশাচর ও নিশাচর ছাড়া
ভাগশেষ পড়ে থাকে আত্মহত্যায়।

প্রতিদিন পুনর্জন্মের নেশা পান, প্রতিদিন পুনর্জাগরণের
সেলাই ফোঁড়। কার সঙ্গে করমর্দন : আজীবন ওঠবস করার অভ্যাসে
ভোর ওঠে ভোর যায় অলীক সন্ধ্যায়।

শব্দ নয় নিঃশব্দে বলি ঘোরপ্যাঁচ খোলার বিদ্যা। নবীন বিন্যাস।
ফুলের ভিতরে ফুলকোর চলাচল। ফুলকোর ভিতরে
ফুল ও ফুলিশের দীর্ঘশ্বাস শোয়া করে আছে। আজ তার
জন্ম তারিখ জানাবার চিৎকার হবে মহাকাশে, নক্ষত্রের
পেটে পেটে অপূর্ব ফিউশন কনফিউশনে। স্কুল ফেরত
ধারাপাত ঘুমিয়েছে। বিজ্ঞান ঢুলুঢুলু টিফিনবাক্সে।
অকেজো ডিভিশন বেঞ্চের ফাঁক গলে কেঁদে ওঠে জন্ম চিৎকার।



বসে আঁকো

চুপ আঁকার রংধুন ব্রাশের ডগায়। বিশ্ব ব্রক্ষ্মান্ড
গুলে যায় প্লুটোরিয়াল প্যালেটে। থমকানো শব্দে ছিপের
ঝিমস্না। টুপটুপ ফুটছে চোখের ইনডোরে, আরব্য রজনীর
ফোঁটা ফোঁটা সন্ধ্যা অজস্র ধারায়। ঘুম লেখার অনুবাদ
এই জাগরণ। নিজেকে আজীবন টুকে শ্রমশ্রী হারা হাতেই
শ্রমতারিয়েতের আত্মকথা। ক্লান্তিকে জানার অক্লান্ত
সফর। নিজেকে পেরিয়ে সম্প্রসারণ চলেছে অপূর্ব ধারায়।
কলমে বকলমে সম্ভাবিত গ্রহের নিজস্ব নির্মাণ।
ভুল ফুলছে ফুলে ফুলে। গুঞ্জন রটে বলিত বর্ণে। বিবর্ণ
পরিচয়ে রাত জাগে নারী ও নীরাদের ভোর টপকানো
বিভোর শ্রীভোর। আজ শুধু চুপচাপ চুপ লেখা
চুপচিক্যের ছলে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন