কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

২১) সংগীতা বন্দ্যোপাধ্যায়

পরিশিষ্ট

যখন, জানতে পারছ যাকে তুমি ভালোবাসো, শর্তহীন নিজেকে বিলিয়েছ যার কাছে, সে আসলে ঠকাচ্ছে তোমাকে এবং জেনেও কণামাত্র বিদ্বেষ আনতে পারছ না তার প্রতি, হৃদয় নিংড়ানো ভালোবাসা বারবার আটকে দিচ্ছে তোমার গতিপথ, পৃথিবীর অসহায়তম ব্যক্তিটি তখন, তুমি।



পোশাক

আমি তোমাদেরই লোক, ভদ্র ও শৌখিন, সাজগোজ করি নিয়মিত। ভিতরে লুকিয়ে থাকে যাবতীয় গোপন পাপ, খুব সাবধানে। স্বজনমহলে বজায় রাখি ফেয়ার ইমেজ, আপ্রাণ, হাসিমুখে। নিজেকে সুপিরিয়র প্রমাণ করতে সুচতুর মন্তব্যে নজর কাড়ি সবার। শ্লেষপূর্ণ অকাট্য যুক্তিতে পর্যূদস্ত করি অন্যকে। প্রতিরাতে একঘেয়ে নিরুত্তাপ সঙ্গম, আড্ডায় তবু গল্প ফাঁদি চরম তৃপ্তির! আর, এসবের আড়ালে একান্তে বাড়তে থাকে, গভীর হয়, অদ্ভুত এক বিপন্নতাবোধ...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন