কবিতার কালিমাটি ১০৫ |
ভাষা মুখ বুজে আছে
এক বই থেকে অন্য বইয়ে কীট যাতায়াত করে
পাঠকের সেতু ভেঙে গেছে কিছুক্ষণ আগে
অপরিমেয় ত্রাণের ছবি ভাইরাল হয়ে গেছে
পুরনো খবরের কাগজের গাদায় সময় পড়ে আছে
বইয়ের প্রতিটি পৃষ্ঠায় গোধূলির ছবি
খুব স্পষ্ট ও স্বচ্ছ পরিসরে প্রকাশিত
বইয়ের ভেতরে শব্দপুঞ্জে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়
ভাষা মুখ বুজে পড়ে আছে
গল্প খেলে যাচ্ছে সার্কাসের আশ্চর্য ট্রাপিজ
চিরন্তন গল্প
চিরন্তন গল্পগাছা আপাতত ঘুমিয়ে পড়েছে
গাছের পাতায় রোদ শক্তির পদ্য লেখে
প্রতিদিন একই খেলা খেলছে ভোর ও প্রকৃতি
দেখছে পথ-ঘাট, আলি-গলি, লেন বাই-লেন
নিজের ইচ্ছেমতো বৃষ্টি পড়ে, কাকেরা ভিজছে কার্নিশে
সারাদিন একা একা হেঁটে
ভোর পৌঁছে যায় গোধূলির কাছে শেষমেশ
তোমার ছবি
তোমার ছবি কাগজে হাসছে দেখলাম গতকাল
পুলকিত গাছ ডালপালা মেলে দিচ্ছে যতদূর দৃষ্টি যায়
পাহাড়ের গায়ে সবুজ লেপটে আছে
নিজের উৎসাহ গাছেরা আকাশের দিকে ধাবমান
কিছু নদী হারানো জলের ধারা নিয়ে
সারাদিন আছড়ে পড়ে সমুদ্রের বুকে
আকাশের গা ছুঁয়ে উড়ছে শকুন
নীচে নেমে এসে হঠাৎ ছোঁ মেরে তুলে নেবে
আমাদের কথাবার্তা, আলোচনা, শব্দের এঁটোকাঁটা
প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস
কথা
প্রতিটি পৃষ্ঠায় কোলাহল
প্রতিটি পৃষ্ঠায় মুখর বাজার
প্রতিটি পৃষ্ঠা থেকে বেরিয়ে আসছে আলো
জোনাকিরা সারারাত একলা পুড়েছে
শোকস্তব্ধ ঝরা পাতা রাতভর
মাটির উপর মুখ থুবড়ে পড়ে আছে
ঝরা পাতাগুলি পরস্পরে আমাদের কথা বলে
খুব ভালো লাগল শ্যামল দা। অনবদ্য শব্দ ভান্ডার ।
উত্তরমুছুনবিমল চক্রবর্তী