কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

তাপসকিরণ রায়

 

কবিতার কালিমাটি ১০৫


 

অতীত হয়ে যাচ্ছে

 

অতীত হয়ে যাচ্ছে

সমস্ত টোকামারা শব্দগুলির অবস্থান,

সরে যাচ্ছে সময় ও তার গভীরতার মাপদন্ড

ধনুর টঙ্কারে উঠে আসছিল সে সব ঐতিহাসিক যোদ্ধার দেহ

সাজিয়ে সাজিয়ে অবন্তীর ইতিহাস জুড়ে নিচ্ছিলাম।

হস্তিনাপুর থেকে এক হাতির জয়যাত্রা শুরু হয়েছিল,

অশ্বমেধ যজ্ঞের ঘোড়াগুলি ছুটতে ছুটতে

আজ তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে।

এই তো তোমার দরজায় যে কড়া নাড়ছিল

সে আজ ইতিহাস হয়ে গেছে।

 

সিপাহী ঘোড়ার দৌড়

 

এখনও সিপাহী ঘোড়ার দৌড় চলছে, 

হ্রেষাধ্বনি আর তরবারির ঝনঝনিতে মাঝরাত জেগে উঠছে। 

তুমি দেখো, কত না গুপ্ত মন্ত্রণার বাঞ্ছিত জীবনগুলির  

নামহীন মস্তক মাটিতে লুকিয়ে আছে!

তীব্র কোলাহলগুলি সরে যেতে দেরি হচ্ছে, 

তীব্রতার তারতম্য ততটাই ধরে রাখছে মন

যতটা তোমার প্রত্যক্ষ--

এইমাত্র যে আপেল টুক করে ভূমিষ্ঠ হল--

মাতৃজঠর এখন শূন্য--

আগামীর একটা আগুন কখন যে ভরে নেবে তাকে

সে উঠে আসবে জঠর ভেঙে

সে দাবি করবে তার সমস্ত কেড়ে নেওয়া সামগ্রী,

পাহাড় ভেঙে ভেঙে উঠে আসবে রক্তমাখা সে তরবারি--

সে প্রাচীন ধ্বজা, নতমস্তক নিঃস্ব প্রবর, ঋত ঋষিদের দল।

 

আকর্ষ লতা

 

আমার দিকে তাকাও--

ভালোবাসার কথা না হয় থাক--

ভাল লাগলে আমি উদ্বুদ্ধ হই।

এই যে সময় বয়ে যায়, উৎফুল্ল রংগুলি

তোমার মধ্যে জমা থাকে।

যে ফুলদানি সাজিয়েছো ফুলে

উড়াল রংপাখি বাঁধা পড়ে তোমার খাঁচায়,

বন্ধ কিছু কথা বলার অপেক্ষায় থাকে না।

তুমিও তো চাও আকর্ষ লতায় তুমিও জড়িয়ে যাও।  

ঈষৎ ছুঁয়ে যাওয়া মনটুকু হোক না অলীক,

তোমার অনাবিল উৎস থেকে অনর্গল খুলে আসছে

প্রজাপতি দল, তোমার সজ্জার রং চকোর,

তার সজাগ দৃষ্টি কেড়ে নিতে তুমি উজাগর।

বন্ধ আয়নায় কোথাও তো জড়ানো আছে সোনালী

আকর্ষ লতা। কোথাও তো জীয়নকাঠি

মাঝে মাঝে জীবনকে ছুঁয়ে গেলে

আগামীর আনন্দ গানে তুমি ধরে থাকো সঞ্জীবনী।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন