কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

সাঁঝবাতি

 






19 কমেন্টস্:

  1. চমৎকার দুটি লেখা । আমার কোনো বন্ধু নেই বিকেলবেলা ছাড়া । এই লাইন বহুদিন মাথার মধ্যে নিয়ে ঘুরবো । হয়তো আমৃত্যু ।

    উত্তরমুছুন
  2. ভাল লাগল। আরো লেখা পড়তে চাই।

    উত্তরমুছুন
  3. খুব ভালো লাগলো। দুটো কবিতায় অন্তর্লীনভাবে বয়ে যাওয়া রে বিষাদময়তা, একাকিত্ব - তা তো পাঠকেরও, তাই আচমকা পাঠক ছুঁয়ে ফেলে সেই বিষাদের প্রান্তদেশ! আরো আরো মন কেমন করা বিকেল বেলার নাকি বন্ধুবেলার কথা জানতে ইচ্ছে করে!

    উত্তরমুছুন
  4. ছবি ও কবিতার এমন সব যুগলবন্দি আরো পেলে ভাল হত। মাত্র দুটো, ফুরিয়ে গেল খুব তাড়াতাড়ি। - একান্ত পাঠক

    উত্তরমুছুন
  5. যে লেখা মন খারাপের তাকে ছুঁয়ে থাকি।

    উত্তরমুছুন
  6. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন