কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

তপজা মিত্র

 

কবিতার কালিমাটি ১৩১


মাছ

 

মাছটা রোজ আসে জলের ধারে

চলেও যায় শামুকের সাথে

কুয়াশার সঙ্গে গল্প করে, হাসে,

 

নবীন খ্যাপার কীর্তনে গলা মেলায়

 

সন্ধ্যায় মায়ের মন্দিরে আরতি, অর্চনা,

মাছটা ফুল কুড়িয়ে রূপসাগরে, নম্র

 

ফুলের মালায় তৈরি হয় অরূপরতন।

 

 

উৎসব

 

উৎসব শেষ হলে চলে যেও

বাধা দেব না, ছিঁড়বে না পাল

দুলবে না নৌকো ঝড়ে উথালপাথাল

 

কেবল বাগেশ্রী রাগে বাজবে সেতার

 

সব চাওয়া পাওয়ার হবে শেষ

নিভবে আগুন, ঘি পড়ে থাকবে।

উস্কে দিতে ঘৃতাহুতি দেওয়ার কেউ নেই।

 

শাসক, স্থির হও

 

এলোমেলো কথা সব

অগোছালো ব্যথা সব

 

শাসক স্থির হও, হও

সু স্থির, যত পাপ

 

করেছ, যত অন্যায়

অবিচার তোমার ঝুলিতে

 

সব হিসাব দিতে হবে

এবার। কেউ নেই আজ

 

তোমার পাশে, হৃদয়ে

ক্ষরণ হচ্ছিল যখন

 

কোথায় ছিলে তুমি?

দেশ তো সবার,

 

শাসক স্থির হও

নদীর মতো, আকাশের

 

মতো হও, হও আমাদের

মতো, ভুলে যেও না

 

আমরাই তোমাকে শাসক

বানিয়েছি, নির্মাণ করেছি।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন