কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

দেবারতি দে

 

কবিতার কালিমাটি ১৩১


নিস্তারিণী নৌকা

 

গাছের মতোই

অন্ধকার বড় হয়,

গা ধোয়ার তীব্র আগ্রহ নিয়ে

তাই অন্ধকার রোজ আসে

হৃদয় রাজার নিস্তারিনী নৌকায়।

 

ইমেজ

 

অন্ধকারে ইমেজ গড়ে শিল্পী

পাতা ঝরার অশরীরী ইমেজ

ঘাতক ইমেজ

পলাতক ইমেজ

রঙ পালটে যাওয়া

চক্রাকার জন্ম-জন্মান্তরের ইমেজ

কিংবা প্রেমিকার ভ্রুণের ইমেজ।

 

প্রথম প্রেম

 

আমার ঝলসে যাওয়া প্রথম প্রেম

রোদ-বৃষ্টির মুখের ভাষার মতো

পুনরায় জেগে ওঠে

তোমার আবহসংগীতের

প্রচ্ছন্নবোধের মায়ায়।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন