কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

রঞ্জন মৈত্র

 

কবিতার কালিমাটি ১৩১


বিষয়ী কবিতা - ১

 

শোষ ট্যাংকি বাড়িতে বসবে কিন্তু কবিতায় নেভার

লিখে ভাবি দূর পাগলা বাহিরভর স্নানান্ত সবুজ

সবজি বাজারও কত উজ্জীবন রঙে পেটে যাবে

ব্যাপক খাওয়ার জন্য দীঘা তাজপুর

তারপর বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্র ওয়ান ওয়ে ট্রাফিক

তো নেভার লিখে আমি কভু-না-র ভাত মারি কেন

ভাষার সংগ্রামে আমার পাতময় নিউজপেপার

মিস্ত্রি উবাচ দেয়াল ফুটো করতে হবে

আলাদা লাইন বার্তাটি যথেষ্ট রাজনৈতিক

তারও তো হরাভরা বর্ষাবাদল আছে

পেঁজা তুলো, ক্ষেপা ঝড়, ধুনুরীসম্ভব লেপখানি

বাড়িতে তো বাড়িতেই বয়ে যায় ঋতু গীতমালা

উদয় অস্ত খিদে শোষ ট্যাংকির পথগামী

তাহলে নেভার আর কেন কবিতায়

আমার ছায়ায় কোন সাথী তো থাকবে না

 

বিষয়ী কবিতা - ২

 

গ্লেসিয়ারের সঙ্গে এসেছো

মোরেন মোরেন আমারে যে হাঁটতে হবে

নিক্যাপকে পনিক্যা বলে কেন অভিযাত্রার খিল্লি ওড়াবো

এমনকি রক্তপাতও রুকস্যাকে কিছু দেয়

প্রেমিকার চিঠি ও আত্মহত্যা দুইই সুফসলা

তাঁবু নামছে বুকের দিকে বরফের চাপে

কি পাওয়া কি পাওয়া

পাথর মোরাম নুড়ি ঘুমিয়ে বহেছে কোনও কালে

আজ হাঁটুকে বলছে জাগো

মানিনা, বিষাদমুক্ত জুতো ক্রিভাসেই যাবে

মানি,অনেকেরই শিক্ষক তুমি পর্বতারোহনে

আমি গুরু শেষ ঢালেও আনন্দের বাচ্চা রয়ে যাবো

 

বিষয়ী কবিতা - ৩

 

পালিশ মেশিনের ধ্বনি কানে ধ'রে শিক্ষা দেয়

পাথরের গৃহস্থ হওয়ার

ঘরের পিছলপনা চিড় করে লিগামেন্ট ছেঁড়ে

বোল্ডারের ঢাকনায় বসে আড়ালের ঝিরিঝিরি শুনি

কে নদী হবে কি হবে না সে তো

পার্লামেন্ট ঠিক করে দেয়

বরফেরও হাঁ থাকে এসব দুর্বোধ্য পংক্তি

সাতজন্মে শারদীয়া সংখ্যায় যাবে না

ভোর পালিশের শব্দে সূর্যের ঘুম ভাঙা আস্ত অবিজ্ঞান

সন্ধ্যা পালিশের শব্দে ইতিহাস ছেড়ে যায় মুঘল জমানা

কি মানা কি নির্বাণ চতুর্দশ পদে

ক্ষেতে স্রোতে অটো টেক্সট বিষুব লাইন

ডোম নিভে গেলে জ্বলে বৈদ্যুতিক চুল্লি আর

সোশাল স্টাডিজ।

                 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন