কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১৩১


নির্জন পালক

 

নক্ষত্রখচিত রাত্রে প্রাগৈতিহাসিক ছবি উঠে আসে

কৃষ্ণচূড়ার গাছ ছুঁয়ে নামে সকালের রোদ

কথারা হারিয়ে যায়। উড়ে আসে নির্জন পালক

শিল্প রচনা করে পাখিদের ঘরবাড়ি

হারানো দিনের গীতিকাব্যগুলো একে একে ফিরে আসে

একান্তে আলাপ জমায়

 

শিরোনামহীন

 

হেঁটে যাচ্ছি শূন্যতার অভিমুখে  

পোড়ো বাড়ির শিল্পে রয়েছে সুপ্রাচীন দিনকাল

চারিদিকে মায়া ছড়িয়ে গোধূলি পা রাখছে মাটির উপরে

হে নিবিড় পাষাণেও জীবন রেখেছ

প্রত্নতাত্ত্বিক খননের কাছে বসে দেখি

খাদের ভেতর থেকে উঠে আসে সংবাদ শিরোনামহীন

 

চিঠি

 

হাঁটতে হাঁটতে একটা বিকেল লেকের ধারে চলে এলো

গাছের দীর্ঘ ছায়া বহুদূরে জলে পড়ে আছে

পাতারা সারাদিন রোদ্দুরের সঙ্গে কথা বলে

এখন সন্ধ্যার জন্য অপেক্ষায় বসে আছে চাঁদ

এসো সমুদ্রের গল্প বলি, ঢেউ, আদিগন্ত নীল, বালিতট

সবকিছুর মালিকানা দাবি করে চিঠি লিখি আকাশের কাছে

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন