কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৫ মার্চ, ২০২৩

দেবারতি দে

কবিতার কালিমাটি ১২৬

 


অসুখ

 

সেই কবে প্রজাপতি বসেছিল গায়ে

চোখেমুখে ছিটিয়ে দিয়েছিল রঙিন অসুখ

 

সেই অসুখ আজও দ্বার পেরোতে গেলে

গা ছুঁয়ে জপে দিই ইষ্ট মন্ত্র।

 

ছড়ার দিদন

 

নদীর ক্ষুদ্র সংস্করণ

ঐ ছড়ার একপারে আমার স্কুল

আরেক পারে বাবার পিসেমশাইর বাড়ি

শীর্ণ, শান্ত, স্বচ্ছ ছড়াটা ঠিক দাদুর মতো

তাই বাবার পিসিমাকে আমি ডাকতাম -

ছড়ার দিদন।

 

কনভার্ট

 

গণিত যখন সূর্যে কনভার্ট হয়

তখন রাশি রাশি শূন্য ফুটে ওঠে

গাছেদের আলোয়।

 

ছায়া

 

যত এগোই সীমান্তের দিকে

ছায়াটুকুই দেখি শেষ সম্বল

তাই ঘোর অমাবস্যাতেও

স্পষ্ট দেখতে পাই নিজের ছায়া।

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন