কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৫ মার্চ, ২০২৩

শিশির আজম

 

কবিতার কালিমাটি ১২৬


FIFA

 

৯০ মিনিট ধরে বলটাকে লাথানো হলো

না কি আরও কিছুক্ষণ

(বলের সম্মতি ছিল?)

গ্যালারিভর্তি দর্শকের হাততালি

চিৎকার

(কনশাসলি?)

কিন্তু বলটা তো ব্যথা পায়নি

একটুও ব্যথা পায়নি

 

১০০% পিওর কবিতা

 

সে চেয়েছে এমন কবিতা লিখতে

যা ১০০% পিওর

কিন্তু যা কবিতা

তা ১০০% পিওর কী করে হবে

কী করে

১০০%

৫০%

২০%

যা অন্তত কবিতা

 

একজন বেশ্যাকে কীভাবে আমরা কুমারী ভাবতে পারি

বা জয়নুলের তুলি

কীভাবে তা স্টুডিয়োর উষ্ণতায়

খুশি থাকবে

 

কফি

 

ধোঁয়া ওঠা কফিতে

দেখি ডুইবা যাইতেছে আমার শেয়াল

শেয়াল

ভাইসা উঠতেছে

এদিকে

কফির কাপ ঠান্ডা হয়া আসতেছে

শিশির আপনি কিছু করুন

 

ধোপানী

 

আছড়ে ফেল

জলে ডোবাও

 

আছড়ে ফেল

আছড়ে ফেল

আছড়ে ফেল

জলে ডোবাও

 

আরও কিছুক্ষণ

এভাবে

 

ধীবরবধূ

 

ধীবরবধূ ঘাটে দাঁড়ায়ে ছিল

তার ধীবর কখন ফেরে কখন ফেরে

কুপি আলোয় নদী চিকচিক করে

ঠিক কুমিরের চোখ

মরা চাঁদ কি ঘুমায়ে পড়বে

দরিয়া বড় কুটিল

নজরে মায়া লাগিয়ে কত সর্বনাশ হলো

পেটে না হয় পাথর বান্ধি

মন কি সব সইতে পারে

কুচকুচে কালো জল

নদী শীতল হয়ে এলো গো

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন