কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৫ মার্চ, ২০২৩

মনোজ শর্মা'র কবিতা

 

 প্রতিবেশী সাহিত্য

 

মনোজ শর্মা'র কবিতা                    

                            

(অনুবাদ : মিতা দাশ)

 


কবি পরিচিতিঃ জন্ম ২৪ আগস্ট ১৯৬১। নাট্যকর্মী ও দৈনিক সংবাদপত্র ‘কাশ্মীর টাইমস’-র সাংবাদিক। কর্মসূত্রে জম্মু ও কাশ্মীরে বসবাস করতেন, এখন অবসর গ্রহণ করার পর পাঞ্জাবে বসবাস করছেন।


ক্ষমা করে দিও ওকে

 

ভীত মানুষ

গলির মোড়

নিজেকে বাঁচিয়ে নিয়ে যায় নিজেই

ওকে ক্ষমা করে দিও

সে কোনো প্রশ্ন করে না

কি, চারপাশে কীসব ঘটছে 

ও সব কিছু এড়িয়ে চলে

পতাকা দেখলে লুকিয়ে পড়ে

ওকে ক্ষমা করে দিও

 

সময়ে থেমে থাকা ফাঁস

দেয়ালে আটকানো কোনো মরা টিকটিকি

অন্তরে ছড়িয়ে থাকা একটা আর্তনাদ যেন

যেখানে পৃথিবীর জল শুকিয়ে যায়

ওকে ক্ষমা করে দিও

 

দেখবে ও কখনো কারো জয়ঘোষণা করে না

মিছিলে যোগ দিয়ে হাঁটে না

নিরীহ থেকে নিরীহ 

স্বতন্ত্র দেশের এই বাসিন্দাকে

শুধু ক্ষমা করে দিও

 

ওর বৌ বাচ্চারা

সে গোটা শরীর নিয়ে ফায়ার এসেছে দেখে

উল্লাসে ভরে যায়

এই সমগ্র পরিবারকে

শুধু ক্ষমা করে দিও ।

 

আর্তনাদ

 

সে চিৎকার করতে চায়

আলাদা পরিচয়ের জন্য

সে চিৎকার করতে চায়

একটা বিস্ফোরণের মত

সে চিৎকার করতে চায়

যেন আবার চিৎকার করতে না হয়!

 

গণতন্ত্রে সুর

 

অনেক দূর থেকে

একটি সুর আসছে

পাখিরা কিচিরমিচির করছে

ফসল পাকলো 

নারীরা গৃহস্থালির কাজ সেরে ফেলেছে 

বাবা বেকার - কর্মহীন ছেলেকে উপেক্ষা করে

তাস খেলার জন্য তাস পিটাচ্ছে

এবং একজন লেখকের

লেখা হয়েছে শেষ, জীবনের সবচেয়ে বড়গল্প

 

সেরা আদালতে

আপনার চূড়ান্ত রায় শুনেছি

হাজী করে এসেছেন হজ

আপেক্ষিক, চারধাম   

নতুন ব্র্যান্ডের চা-এ

মার্কের সুবাস খুব বেশি

এবং সবাই খুশি

 

টেলিভিশনে হাসির পর্ব

আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিচ্ছে

নিচের স্ট্রিপে চলন্ত খবরগুলো

বলছে

কোন বিপদ নেই / কোন চিন্তা নেই

 

কাউকে কিছু বলার নেই

যথেষ্ট! চুপ থাকতে হবে

আর অনেক দূরে একটা সুর বাজছে...


1 কমেন্টস্: