কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৫ মার্চ, ২০২৩

দেবনাথ সুকান্ত

 

কবিতার কালিমাটি ১২৬


সব স্বপ্ন মিথ্যাচারী

 

(১)


এসো আঘাত করো আমাকে
অনৃতভাষী
কবিতায় আমি রেখে এসেছি গোপন সঙ্গমরীতি  
লুকোনো ঐশ্বর্য, এক বিচ্ছেদের পথ
তুমি ঠিক ফিরে আসবে আঘাত পেয়ে
খুশি হয়ে তুলে দেবে অবহেলিত কলিজাখানি
আমি কলিজাখোর

কোনকালে সেই ক্ষয়ে যাওয়া মাঠ বরাবর যে ভিখিরি চলে গেছে
তার কাছে ক্ষয় চেয়ে, একতারা চেয়ে, সেই সুর চেয়ে
বেওয়ারিশ কথা নিজেকে করেছে ঈশ্বর বিরোধী

এই পরাবাস্তব রাত সেই ঘোর থেকে উঠে এসে বসেছে বিছানায়
এসো আঘাত করো আমায়
আমি বুক পেতে আছি

(২)


তোমার অবহেলা আমাকে শান্তি দেয়

ঈশ্বরপরায়ণ
প্রলম্বিত আলো দেয় ছায়া
আকাশ থেকে ঝরে পড়ে নির্মোহ প্রেম
মদ দেহ আর সন্তান
এই বারমুডা ত্রিকোণ থেকে ব্রহ্ম পর্যন্ত যে রেখাপথ
ভঙ্গুর বিশ্বাসে এলানো আঁচল রেখেছে
তাতে চা ছাঁকে সকালের

তার প্রতি-প্রতিশোধ  
স্বপ্ন দাও অথচ বাস্তব দাও না
ভোরের উঠোনে শুধু ধোঁয়া রেখে যাও

(৩)

আঃ জলস্রোত তোমার মৃত্যুদিন কবে
নাকি সকাল সকাল এক বাটি গম নিয়ে বসেছ অঙ্গনে
ছড়ানো বিযুক্তির কথা মনে পড়ছে

দানা খেতে খেতে ওরা এগিয়ে আসছে সম্মুখে

সম্মুখে গহ্বর কালো

তুমি তাও সব ছেড়ে উঠে গেলে

ডানাগুলো জীবনের ভারসাম্য দিল

 

পুরুষ প্রজাপতি দেয়ালে রেখে গেল তার কুৎসিত চিহ্ন

এ বছর কি বৃষ্টি নিজেকে সংযত করবে

 

(৪)

 

সারারাত একটা রাতের কথাই ভাবছিলাম

নিশ্ছিদ্র একটা রাত যার মেটাবোলিজম দ্রুত

 

পরিণতি তুমি কি কাল খুব মদ খেয়েছিলে

নাহলে এত নেশা এত টলোমলো এত উহ্য  

চতুরঙ্গে প্রতিটি চাল ভাতের চাল মাপা কৌটোর থেকেও সংযত ছিল

তাও পারল না

 

একটা হার একটা আকাঙ্ক্ষিত হার

যে ধর্ষিত হবে বলে বসেছিল

তুমি তাকে একটা স্বপ্নের কথা বললে

একটি চলমান সিঁড়ি আর এক নিঃসঙ্গ মেয়ে

সে এসেছিল তার ডিম্বাণু প্রিজার্ভ করতে

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন