কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৩ জুলাই, ২০২২

<<<< সম্পাদকীয় >>>>

 

কালিমাটি অনলাইন / ১০৪  

 

‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের বর্তমান জুলাই সংখ্যা থেকে একটি নতুন  বিভাগ সংযোজন করা হলো, ‘পাঠক-পাঠিকা’ বিভাগ। মূলত কালিমাটি অনলাইনের যে কোনো পাঠক ও পাঠিকা এই বিভাগে অংশগ্রহণ করতে পারবেন, তাঁদের  ব্যক্তিগত বক্তব্য ও অভিমত প্রকাশ করতে পারবেন, যে-কোনো বস্তু ও বিষয় সম্পর্কিত আলোচনা করতে পারবেন, অনলাইনে প্রকাশিত লেখাগুলি সম্পর্কে আলোচনা ও সমালোচনা করতে পারবেন। বস্তুত এই বিভাগটি সংযোজিত করা হচ্ছে একটি মুক্ত পরিসর বা ওপেন ফোরামের মতো, যেখানে বাংলাসাহিত্য, সংস্কৃতি, শিল্প, জীবন-যাপন, বিশ্ববীক্ষণ ইত্যাদি পর্যায়ে বিভিন্ন বিষয়, মতাদর্শ,  দৃষ্টিকোণ, তর্ক-বিতর্ক উপস্থাপন করা যেতে পারে।

আমরা মনে করি, এই বিশ্বে বসবাসকারী প্রতিটি মানুষের যে কোনো বিষয় ও ভাবনা সম্পর্কিত নিজস্ব কোনো মতামত, বক্তব্য, দৃষ্টিকোণ, বিশ্বাস, যৌক্তিকতা আছে। কেননা, প্রত্যেকের যেমন বুদ্ধি, বিবেক, বিবেচনা এবং মানবিকতা আছে, তেমনি প্রত্যেকেরই জীবন ও জগত সম্পর্কে সাধারণ বা মৌলিক কিছু ধারণা আছে এবং নিজস্ব চিন্তাধারায় দিন অতিবাহিত করার অধিকার আছে। তথাকথিত প্রচলিত শিক্ষার মাপকাঠিতে তাঁরা শিক্ষিত অথবা অশিক্ষিত যাই হোন না কেন, তাঁদের কোনো বিষয়ের ওপর চিন্তা-ভাবনা অন্যদের থেকে আলাদা হতেই পারে, এমন কি মৌলিকও হতে পারে। পুরোপুরি স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে বিচার ও বিবেচনা করতে পারেন। আমরা সেক্ষেত্রে সবার চিন্তা-ভাবনা ও অভিমতকে গুরুত্বপূর্ণ মনে করি এবং তা কালিমাটি অনলাইন ব্লগজিনে প্রকাশ করতে আগ্রহী।

এর আগে যদিও ‘পাঠক-পাঠিকা’ বিভাগ শিরোনামে আলাদা করে পাঠক-পাঠিকাদের মন্তব্য বা অভিমত প্রকাশ করার জন্য কোনো বিভাগ ছিল না, কিন্তু ব্লগজিনে প্রকাশিত প্রতিটি লেখার নিচে একটা কমেন্টবক্স ছিল এবং আছে, যেখানে পাঠক-পাঠিকারা তাঁদের বক্তব্য পোস্ট করতে পারেন। এবং এজন্য আমরা বারবার সবাইকে অনুরোধও জানাতাম। কিন্তু ব্যাপারটা আমাদের বোধের অগম্য, নিতান্তই কয়েকজন মাত্র কমেন্টবক্সে তাঁদের বক্তব্য লিপিবদ্ধ করতেন। এ ব্যাপারে সবার এতটা কেন অনীহা, তা আমরা জানি না।

যাইহোক সম্প্রতি ই-মেল যোগে কালিমাটি অনলাইনের নিয়মিত এক পাঠক  স্বপন নন্দী একটি চিঠি পাঠিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং বলা যেতে পারে, তাঁর এই চিঠি পড়ে আমরা ‘পাঠক-পাঠিকা’ শিরোনামে এই নতুন বিভাগটি শুরু করার সিদ্ধান্ত নিই। আবার এরই প্রাসঙ্গিকতায় যখন আরও একজন কালিমাটি অনলাইনের নিবিষ্ট পাঠিকা শুভ্রা বন্দ্যোপাধ্যের সঙ্গে এই বিষয়ে ফোনে কথা হয়, তখন তিনিও আগ্রহী হন এবং নতুন বিভাগের জন্য তাঁর অভিমত জানানোর ইচ্ছে প্রকাশ করেন। আমি তাঁকে স্বাগত জানাই। এবং এই সূত্রেই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আপনারাও কালিমাটি অনলাইনে প্রকাশিত লেখাগুলি সম্পর্কে আপনাদের ভালোলাগা-খারাপলাগা ব্যক্ত করুন, ব্যক্তিগত মতামত জানান, আলোচনা-সমালোচনা করুন। এছাড়া আপনাদের অন্য কোনো বিষয় বা ভাবনা সম্পর্কে যদি কিছু প্রকাশ করার থাকে, তাও এই বিভাগে প্রকাশ করতে পারেন। নিচে আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা আছে, সেই ঠিকানায় কালিমাটি অনলাইন দপ্তরে পাঠিয়ে দিন। আমরা যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে তা ‘পাঠক-পাঠিকা’ বিভাগে সবার পড়ার ও জানার জন্য উপস্থাপন করব।

সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।    

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

দূরভাষ যোগাযোগ : 9835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ : Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন