কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৩ জুলাই, ২০২২

নরেশ সাক্সেনা’র কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

 

নরেশ সাক্সেনা’র কবিতা              

                        

(অনুবাদ : মিতা দাশ)

 

 


কবি পরিচিতিঃ জন্ম - ১৬ জানুয়ারি ১৯৩৯। স্থান – গোয়ালিয়র, মধ্যপ্রদেশ। শিক্ষা  - সিভিল ইঞ্জিনিয়ার। পুরস্কার ও সম্মান - ফিল্ম নির্দেশনার জন্য ‘রাষ্ট্রীয় ফিল্ম এওয়ার্ড’, ‘পহল সম্মান’, ‘কবিতাকোষ সম্মান’, ‘হিন্দি কবিতা সম্মেলন সম্মান’।  কবিতা সংকলন – ‘সমুদ্র পর হো রহি বারিশ’, ‘শুনো চারুশীলা’।

 

ক্ষুধা   

                    

ক্ষুধা প্রথমে মস্তিষ্ক খায়

তারপর চোখ

তারপর শরীরের বাকি অঙ্গ

ক্ষুধা কিছুই ছাড়ে না

সে সম্পর্ককে খায়

মা বোন ও বাচ্চাদের

বাচ্চাদের সে খুব পছন্দ করে

বাচ্চাদের সে প্রথমেই

বেশ দ্রুত খায়

বাচ্চাদের পরে আর বাকি থাকে কী?

 

ছয় ডিসেম্বর 

                       

ইতিহাসের বহু বিভ্রমের মধ্যে

এও একটা

মাহমুদ গজনবী ফিরে গেছে

সে ফিরে যায়নি

এখানেই সে ছিল

শত শত বছর পরে হঠাৎ

সে হাজির হল অযোধ্যায়

সোমনাথে সে কী করেছিল  

আল্লাহর কাজ এখন শেষ

এবার ওর স্লোগান ছিল

জয় শ্রীরাম।

 

হাসি

 

ভয়ানক হয় সে রাত

যখন কুকুরেরা কাঁদে  

সে রাত তার চেয়েও ভয়ানক

যখন কুকুরেরা হাসে  

শোনো, তুমি কি শুনতে পাও  

কারো হাসির শব্দ!

 

জল 

                      

প্রবাহিত জল

পাথরে চিহ্ন রেখে গেছে

 

কী অদ্ভুত কথা  

পাথরের জলে

কিন্তু কোনো চিহ্ন রাখেনি।

 

উইপোকা

 

উইপোকারা  

পড়তে পারে না

 

কিন্তু গোটা

বই ওরা

গিলে ফেলে।

 

জুতো 

                        

এরা কোনোদিন করেনি নিজের জন্য যাত্রা

অন্যদের যাত্রার শুধু সাধন হয়ে থাকলো

ওরা সারা জীবন জুতোর জীবন কাটালো

কিন্ত

যাত্রার পর জুতোদের ঘরের বাইরে ফেলে রাখা হল।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন