কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৩ জুলাই, ২০২২

রুমা ঢ্যাং অধিকারী

 

কবিতার কালিমাটি ১১৯


নাভিকূপ

 

ভুলে থাকা অব্যয়ের মধ্যেই গলে পড়ে সূচের নাভিকূপ

শুধু এইটুকু ছেদ

তবে কেন মথের গতিবিধিতে

আটকে থাকে শিকলের হাত

 

আর

পাথর বাটিতে রোদ চেয়ে

বিবর্ণ করে রাখি

 

মৌচাক

 

ধৃতিমান

 

সমস্ত প্রকার নিদ্রা ভেঙে

ধরে রেখেছ তবে সুতোর অনুপাত

 

তারপর থেকে হিসাবের বুক টেনে টেনে

আজীবন জন্ম দিয়ে চলেছো

 

জনৈক ধৃতিমান

 

সমর্পিত

 

সময় আর অসীমের মাঝে বয়ে যাওয়া বাতাস

যেভাবে জুড়ে থাকে

 

দৃষ্টি ও ভাবন

 

একটা বাজপাখি

স্বর্গলোকের নিচ দিয়ে উড়ে গেলে ডানায়,

মাটির নেশায়

 

ততটুকুই মিশে থাকে খিদে

 

এভাবে সম্পন্ন হওয়া ডার্ট খেলায়

অনিবার্য সমর্পিত

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন