কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৩ জুলাই, ২০২২

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১১৯


রিপু ও দর্পণের কাছে যে ফ্রেম

 

সেতুর পাশে

একতরফা

জাস্ট একটা নিথর কবিতা

দিন হয়ে

রঙ খুলে চলে গেছে

গতি একটা শ্লীল ব্যবহার হয়ে

একটা শরীর হয়ে

রিপু ও দর্পণের কাছে

রোল করছে

স্বেদ

রক্ত

শাটার

ছায়াভাঙা হল একটা ফ্রেম

যে বিপুল সম্ভাবনা

ঘুরিয়ে ফিরিয়ে

আবার স্লো মোশানে চলে যাচ্ছে...

 

সমাসবদ্ধ

 

সাদাকালো কবিতার ভেতর

একটা পুনর্নির্মিত বীজ

ফল করছে

একটা অন্যমনস্ক দিন হয়ে বারবার

কাঁপছে

নোনাজলে

রঙিন ছায়া

কার

আলো

ভাঁজ করে রাখতে রাখতে

মাংসের মনে মাংস এসে পড়ছে

সমাসবদ্ধ পদ হয়ে

সবার গায়ে একটাই হলুদ বর্ষাতি তখন

সবার টুপির একটাই মাপ...

 

একটা অসমীকরণের কথা

 

পুরনো গানের টুকরো

ট্যাক্সির ভেতর

স্যুইচিং

আজ

একটা সেপ্টেম্বর হয়ে

কথা বলছে

একটা পাঁশুটে প্রচ্ছদ

দিনের ভেতর দিন

আমার বাইরে

নড়ে উঠছে

পুরনো দশক জুড়ে

ছায়া কেটে কেটে

ভাষা এক পুড়ে যাওয়া ক্রম

একটা অসমীকরণের কথা লিখতে লিখতে

জড়াজড়ি করে

দুটো গোলাপি জামা একসাথে

একটা গোলাপি জামার মতো দেখায়...

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন