কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ১৪ মে, ২০২২

সোনালি বেগম

 

কালিমাটির ঝুরোগল্প ১০৭


তখন-এখন

বাত সে বাত কী গহরাঈ চলী জাতী হ্যায়

ঝুট আ জায়ে তো সচ্চাঈ চলী জাতী হ্যায়

––– শকীল আজমী

কৈশোরের কোমল অভিজ্ঞানগুলো বেশিদিন বাঁচে কিনা মনে সংশয় জাগে। তবুও শিকড়ের টানে ঘুরে ফিরে আসে নদীর ধার, নিমতলা, বিজলী সিনেমার মোড়, বাগানের নরম সবুজ ঘাস। তের বছরের কিশোর স্বপন কিভাবে যেন চোদ্দ বছরের কিশোরী স্বপ্নার আকর্ষণে ছুটে বেড়াচ্ছিল।

স্বপ্না তার সেই মনভোলানো হাসি হাসল। বলল, ‘তুই আমার চোখে অনেক অনেক বড় মাপের মানুষ। কী সহজ সরল মন তোর।

স্বপন স্বপ্নার নিবিড় দৃষ্টির দিকে চেয়ে ভাবতে থাকল। স্বপ্না কী সেই অর্থে খুব সুন্দরী! মোটেও না। স্বপ্নার আবলুস কাঠের মতো কালো গায়ের রঙ। চোখ দুটি বেশ ছোটোই। তবুও কী অমোঘ ভালোবাসার জরির সুতোর টান অনুভব করে তারা পরস্পর। এসব ভাবতে ভাবতে স্বপন চোখ বন্ধ করে ফেলল। স্বপনের বাহুলগ্না হয়েই কাটবে সারাজীবন, স্বপ্না ভাবতে থাকল।

মাস গড়িয়ে গড়িয়ে বছর। সময় চলে যায়। ধীরে ধীরে ওদের যুবক-যুবতী হয়ে ওঠা দেখে ডাহুক, মৌটুসি, চড়াই, দোয়েল, মাছরাঙা এরকম হাজারো রকমের পাখি। মফস্বল শহরটা আসতে আসতে পাল্টে যেতে থাকল। স্বপন কাজের সন্ধানে এখন মেট্রোপলিটন সিটির বাসিন্দা। সঙ্গে তার স্ত্রী স্বপ্না। সুখী গৃহকোণ একটি সুসজ্জিত ছোট্ট দু কামরার ফ্ল্যাট।

কর্মক্ষেত্রে স্বপনকে সকলে খুব শ্রদ্ধা সম্মান করে। অন্তত সে নিজেকে সেরকম যোগ্য করে তুলেছে কলিগদের কাছে।

স্বপন হুইস্কির বোতলটা খুলে ফেলল। ওর থেকে দশ বছরের ছোটো সুন্দরী চামেলির হাসিতে ঘরটা আলো ঝলমল করে উঠল। হঠাৎ দীঘা ভ্রমণের এরকম একটা যোগাযোগ হওয়ায় স্বপন খুব খুশি। ওর জীবনে চামেলির একটা আলাদা জায়গা আছে। সেই জায়গা আর কেও নিতে পারবে না। টানা কুড়ি বছরের এই গোপন সম্পর্ক। হোটেলের ঘরে স্বপন বলল, ‘তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে চামেলি’

‘বেশ তো বলো।’

মোবাইল রিং হতে থাকে। স্বপ্না কল করছে। স্বপন বিরক্তির সাথে ফোনে ‘স্বপ্না, অফিসের কাজে দুদিন শহরের বাইরে আছি, ডিস্টার্ব কোরো না’

‘কোথায় গেছো, জানতে পারি? এদিকে সুমির জ্বরটা বেশ বেড়েছে’

‘এই সামান্য ব্যাপারে আমাকে ফোন করছো? পারো বটে তুমি!’

স্বপন মোবাইল বন্ধ করে দেয়। চাঁদনি রাতে সমুদ্রের গর্জন আর রাতচরা পাখির আওয়াজ শোনা যেতে থাকল।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন